আজারবাইজান সফর করছেন ইরানের প্রেসিডেন্ট; বললেন অটুট বন্ধনের কথা
পার্সটুডে- আজারবাইজান প্রজাতন্ত্র সফরে যাওয়ার আগে ঐ দেশের রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান।
পার্সটুডে'র তথ্য বলছে, রোববার আজারবাইজান প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের সাথে সাক্ষাৎকারে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট দুই জাতির মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্পর্কের উপর জোর দিয়ে বলেছেন, ইরান আজারিদের দ্বিতীয় স্বদেশ এবং আমরাও আজারবাইজানে কখনও একাবোধ করি না।
আজারবাইজান প্রজাতন্ত্রের জনগণের প্রতি ভালোবাসা ও স্নেহ প্রকাশ করে তিনি বলেন, অর্থনৈতিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক এবং রাজনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তার সরকার চেষ্টা চালিয়ে যাবে।
আজারবাইজান সফরের প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, জ্বালানি সহযোগিতা এবং আস্তারা-আস্তারা রেলওয়ের মতো ট্রানজিট রুটের উন্নয়নসহ কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
তিনি বলেন, ইরান আজারবাইজান প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার মধ্যে শান্তি প্রক্রিয়াকে সমর্থন করে, একই সাথে দেশগুলোর আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট দুই দেশের সংসদ, বিশ্ববিদ্যালয় এবং সাংস্কৃতিক অঙ্গনের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, আমরা আজারবাইজান প্রজাতন্ত্রের সাথে যেকোনো ধরণের সহযোগিতার জন্য প্রস্তুত এবং যৌথ উদ্যোগের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই।
ইরানি কবি শাহরিয়ারের 'হায়দার বাবা' কবিতার একটি অংশ আবৃত্তি করে তিনি আজারবাইজান সংস্কৃতির প্রতি আগ্রহ প্রকাশ করে বলেন, "আমরা আজারবাইজান প্রজাতন্ত্রে আমাদের ভাইবোনদের হৃদয় দিয়ে ভালোবাসি।"
অতীতের কিছু ঘটনার প্রতি ইঙ্গিত করে পেজেশকিয়ান দ্বিপক্ষীয় সম্পর্কের উপর অযাচিত আচরণের প্রভাব রোধ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, কিছু ব্যক্তির অযাচিত আচরণের কারণে আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে কলঙ্কিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না।
তিনি ব্রিকস এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো আন্তর্জাতিক ফোরামে ইরান এবং আজারবাইজান প্রজাতন্ত্রের মধ্যে পারস্পরিক সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেছেন, আঞ্চলিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে এটি একটি শুভ ইঙ্গিত।
ইরানি প্রেসিডেন্টের বাকু সফরের প্রাক্কালে এই সাক্ষাৎকারটি নিয়েছে আজারবাইজানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলের সাংবাদিক।#
পার্সটুডে/এসএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।