মার্চ ১৯, ২০২৪ ১৭:০৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৯ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।

বাংলাদেশের শিরোনাম: 

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়: যৌন হয়রানি প্রতিরোধ কমিটি কী করছে- প্রথম আলো
  • দেশের ৩৪ লাখ শিশু বাবা-মায়ের যত্নের বাইরে, রাস্তায় জীবনযাপন- ইত্তেফাক
  • কোনটা কিংস কোনটা প্রজা পার্টি আমার জানা নেই: হাফিজ-সাকিব ইস্যুতে কাদের– যুগান্তর
  • বিয়ের ৩ দিন আগে কলেজছাত্রীকে তুলে নিয়ে গেল ছাত্রলীগ নেতা-মানবজমিন

কোলকাতার শিরোনাম:

  • নাগরিকত্ব দেয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার প্রস্তাব, চরম বিতর্কের মুখে সাবেক রাজ্যপাল-ইন্ডিয়া টুডে
  • বাংলায় মোদীর পরিবারে কারা?’তৃণমূলের কটাক্ষ-আনন্দবাজার পত্রিকা
  • সিএএ শুনানি শুরু সুপ্রিম কোর্টে- গণশক্তি
  • সোরেন পরিবারে ফাটল, বিজেপিতে যোগ দিলেন সীতা সোরেন-আজকাল

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে ভিন্ন খবরকে প্রধান শিরোনাম করা হয়েছে। 

প্রথম আলো পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটিতে গত দুই বছরের বেশি সময়ে অভিযোগ এসেছে দুটি। একটির তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়েছে কমিটি। অপরটির তদন্ত চলছে। বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটির আহ্বায়ক এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক লাইসা আহমদ লিসা প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

গত শুক্রবার রাত ১০টার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে কুমিল্লা শহরে নিজেদের বাড়িতে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা। তাঁর কয়েকজন বন্ধু বলেন, তিনি ফেসবুক পোস্টে সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। আর সহকারী প্রক্টরের দায়িত্বে থাকা দ্বীন ইসলামের বিরুদ্ধে রায়হানের পক্ষ নিয়ে তাঁর (ফাইরুজ) সঙ্গে খারাপ আচরণের অভিযোগ করেন তিনি।

দেশের ৩৪ লাখ শিশু বাবা-মায়ের যত্নের বাইরে, রাস্তায় জীবনযাপন -ইত্তেফাকের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, সারাদেশে ৩৪ লাখেরও বেশি পথশিশু বাবা-মায়ের যত্ন ছাড়াই জীবনযাপন করছে বলে এক গবেষণায় উঠে এসেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ ফেইজ-২’ প্রকল্পের অধীনে গবেষণাটি পরিচালিত হয়। গবেষণাপত্রে বিভিন্ন সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে, পারিবারিক ভাঙনের মূল কারণগুলোর প্রতি লক্ষ্য রেখে সামাজিক কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা। পথশিশুদের শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা।

কোনটা কিংস কোনটা প্রজা পার্টি আমার জানা নেই: হাফিজ-সাকিব ইস্যুতে কাদের-যুগান্তর

নির্বাচনের আগে সরকার কিংস পার্টি তৈরি করেছে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারি দল কিংস পার্টি করতে যাবে কেন? নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে অনেক ফুল ফুটে। কোনটা কিংস পার্টি, কোনটা প্রজা পার্টি এটা সম্পর্কে আমার জানা নেই। জানা গেছে, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের বাসায় গিয়ে কিংস পার্টিখ্যাত বিএনএমে যোগ দিয়েছিলেন ক্রিকেটার ও বর্তমানে আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসান। নির্বাচনের আগে নতুন এ দলে যোগ দিতে মেজর হাফিজের হাতেই আবেদন ফরম তুলে দিয়েছিলেন ক্রিকেটের বিশ্বসেরা এ অলরাউন্ডার। এ ধরনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে।  ফলে ফের রাজনীতিতে আলোচনায় এসেছে কিংসপার্টি।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত

নাগরিকত্ব দেয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার প্রস্তাব, চরম বিতর্কের মুখে সাবেক রাজ্যপাল-ইন্ডিয়া টুডে

প্রবীণ বিজেপি নেতা তথা সাবেক রাজ্যপাল তথাগত রায় গত সপ্তাহে কার্যকর হওয়া সংশোধিত নাগরিকত্ব  আইনের অধীনে (সিএএ ) নাগরিকত্ব চাওয়া একজন পুরুষ ব্যক্তির ধর্ম নির্ধারণের জন্য সমাধান বাতলে দিয়ে  চরম বিতর্ক উস্কে দিয়েছেন। নাগরিকত্ব দেয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার দাবি তুললেন তিনি।  এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে  ট্যাগ করে এই সংক্রান্ত পরামর্শও দিয়েছেন তথাগত রায়।

অবৈধভাবে ভারতে এসে বসবাস করা মুসলিমদের কীভাবে চিহ্নিত করা হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। এই পরিস্থিতিতে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার পরামর্শ যে মুসলিমদের জন্য তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

কারণ মুসলিম পুরুষদের পুরুষাঙ্গে সুন্নৎ করা থাকে। তথাগতর দাবি অনুযায়ী, এভাবে পুরুষাঙ্গ পরীক্ষা হলে মুসলিম পুরুষদের সহজে চিহ্নিত করা  সম্ভব। এবিষয়ে অবশ্য নারীদের তালিকা থেকে বাদ রেখেছেন বিজেপি নেতা। তাঁর বক্তব্য অনুযায়ী, পুরুষদের পরিচয় চিহ্নিত করা গেলেই নারীদের নাগরিকত্ব দিয়ে দেওয়া যেতে পারে। তথাগত আরও দুটি বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেছেন, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক থেকে স্পষ্ট করে বলে দেওয়া দরকার যে দেশে কোনও ডিটেনশন ক্যাম্প করা হবে না। তাঁর দ্বিতীয় বক্তব্য, সিএএ-তে আবেদন করার পর যারা নথিপত্রের অভাবে নাগরিকত্ব পাবেন না, সেই সব অমুসলিমদের কী হবে, সেই বিষয়টিও সরকারের স্পষ্ট করা দরকার।

তথাগতর বক্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল।দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, তথাগতর বক্তব্য রুচিহীন। অশালীনতার সব মাত্রা ছাড়িয়ে গিয়েছেন তিনি। দেশে ধর্মীয় ভেদাভেদকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন  । কুনালের পাল্টা প্রশ্ন, আপনি কি এভাবেই সিএএ বাস্তবায়নের পরিকল্পনা করছেন? বিচারের এমন অশ্লীল পরিমাপ  ব্যবহার করে? আপনার নিজের লজ্জা পাওয়া উচিত। 

পার্টির এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর অভিযোগ করেছেন যে তথাগত রায়ের মন্তব্য "অমানবিক" এবং "বিজেপির দ্বারা স্থায়ী পশ্চাদপসরণমূলক মানসিকতা এবং বিষাক্ত সংস্কৃতির উদাহরণ"।

‘বাংলায় মোদীর পরিবারে কারা?’তৃণমূলের কটাক্ষ-আনন্দবাজার পত্রিকা

দেশবাসীকে নিজের পরিবার বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কথাকেই লোকসভা ভোটের আগে প্রচারের মূল হাতিয়ার করে ফেলেছে বিজেপি। গোটা দেশের মতো বাংলার বিজেপি নেতারাও তাঁদের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) নিজেদের নামের পাশে বন্ধনীতে লিখছেন ‘মোদীর পরিবার’। এ বার তা নিয়েই পদ্মশিবিরকে বিঁধতে চাইল বাংলার শাসকদল তৃণমূল। পাল্টা তৃণমূলকে আক্রমণ শানাল পদ্মশিবিরও।মঙ্গলবার সর্বভারতীয় তৃণমূলের এক্স হ্যান্ডল থেকে পোস্টারের সিরিজ় পোস্টে লেখা হয়েছে, ‘বাংলায় কাদের নিয়ে মোদীর পরিবার? উত্তর: বিপজ্জনক অপরাধীদের নিয়ে।’গত লোকসভার পরিসংখ্যান বলছে, বেশির ভাগ সাংসদের ক্ষেত্রেই ফৌজদারি মামলা রয়েছে। কারও কারও ক্ষেত্রে ধর্ষণ, খুনের মামলার মতো ধারাও রয়েছে। কেউ কেউ সে সব মামলায় জেলবন্দিও ছিলেন।

সিএএ শুনানি শুরু সুপ্রিম কোর্টে-গণশক্তি

নাগরিকত্ব সংশোধনী আইনের বিধি প্রয়োগে স্থগিতাদেশ চেয়ে করা পিটিশনগুলির জবাব দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়েছে কেন্দ্র। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘‘সিএএ কোনও ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেয় না’’।সংসদে পাশ হওয়ার প্রায় চার বছর পর ১৫ মার্চ প্রণীত বিতর্কিত আইনটির সঙ্গে যুক্ত ২০০টিরও বেশি আবেদনের শুনানি চলছিল শীর্ষ আদালতে। সিএএ এবং নাগরিকত্ব সংশোধনী বিধি ২০২৪ বাস্তবায়নের উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে পিটিশনগুলিতে।এই আইনকে চ্যালেঞ্জ করে আবেদনকারীরা জানিয়েছেন, সিএএ ধর্মের ভিত্তিতে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করে। এটিও যুক্তিযুক্ত হয়েছে যে এই জাতীয় আইন সংবিধানের ১৪ অনুচ্ছেদের অধীনে অধিকার লঙ্ঘন করে।

 আজকালের খবরে লেখা হয়েছে, সোরেন পরিবারে ফাটল, বিজেপিতে যোগ দিলেন সীতা সোরেন। লোকসভা নির্বাচনের আগে সোরেন পরিবারে এই ফাটলকে নিজেদের জয় বলেই দেখছে বিজেপি শিবির।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৯

ট্যাগ