জাফর-২ পর্যবেক্ষণ উপগ্রহ: ইরানের জ্ঞান ও বৈজ্ঞানিক গৌরবের দূত
-
জাফর–২ পর্যবেক্ষণ উপগ্রহ
পার্সটুডে: ইরানের সর্বোচ্চ সাংস্কৃতিক বিপ্লব পরিষদের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সদর দপ্তরের সচিব, পৃথিবীর নিকটবর্তী কক্ষপথে (এলইও) পর্যবেক্ষণ উপগ্রহ 'জাফর–২' স্থাপনকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বৈজ্ঞানিক গৌরবের প্রতীক হিসেবে অভিহিত করেছেন।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, আলী বাকের তাহেরিনিয়া ১১৩ কিলোগ্রাম ওজনের পর্যবেক্ষণ উপগ্রহ 'জাফর–২'-এর সফল উৎক্ষেপণের কথা উল্লেখ করেন। এই উপগ্রহটি ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্যাটেলাইট গবেষণা কেন্দ্রের নকশা ও নির্মাণে তৈরি হয় এবং গত ২৮ ডিসেম্বর রাশিয়ার ভোস্তোচনি মহাকাশ ঘাঁটি থেকে সয়ুজ রকেটের মাধ্যমে কক্ষপথে স্থাপন করা হয়। তিনি এই উপগ্রহকে ইরানের জ্ঞান ও বৈজ্ঞানিক মর্যাদার দূত বলে আখ্যায়িত করেন।
তাহেরিনিয়া জানান, 'জাফর-২' স্যাটেলাইট নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল নকশা, মহাকাশ ব্যবস্থার সমন্বয় এবং রিমোট সেন্সিং ইমেজিং-এ দেশীয় সক্ষমতা উন্নয়ন।
তিনি আরও জানান, প্রযুক্তিগত দিক থেকে 'জাফর-২' একটি ১০০ থেকে ১৩৫ কিলোগ্রাম ওজন শ্রেণির উপগ্রহ, যার কাঠামো হালকা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং এতে চাপ ও কম্পন বিশ্লেষণ প্রয়োগ করা হয়েছে। কাঠামোগত নকশা এমনভাবে করা হয়েছে যাতে উৎক্ষেপণের সময় সৃষ্ট যান্ত্রিক চাপ (কম্পন, ধাক্কা ও ঝাঁকুনি) সহ্য করতে পারে।
তিনি বিদ্যুৎ ও শক্তি ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, এই উপগ্রহে স্থির বডি-মাউন্টেড সৌর প্যানেল এবং মহাকাশ উপযোগী লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়েছে, যা বিভিন্ন উপ-ব্যবস্থার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে।
তাহেরিনিয়া আরও বলেন, 'জাফর–২'-এর অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি হলো দিকনির্দেশ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা (এডিসিএস)। এই ব্যবস্থায় জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার, সূর্য সেন্সর এবং রিঅ্যাকশন হুইল ও ম্যাগনেটরকারের মতো অ্যাকচুয়েটর অন্তর্ভুক্ত রয়েছে, যা তিন-মাত্রিক নিয়ন্ত্রণ ও সুনির্দিষ্ট স্থিতিশীলতা নিশ্চিত করে এবং নির্ভুল চিত্রগ্রহণ সম্ভব করে।
সর্বোচ্চ সাংস্কৃতিক বিপ্লব পরিষদের বিজ্ঞান ও প্রযুক্তি সদর দপ্তরের সচিব উপগ্রহটির ইমেজিং পে-লোড সম্পর্কে ব্যাখ্যা দিয়ে বলেন, মিশন পর্যায়ে 'জাফর–২' একটি অপটিক্যাল ইমেজিং ক্যামেরা দিয়ে সজ্জিত, যার স্থানিক রেজোলিউশন ১৫ মিটার। এটি প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশগত গবেষণায় ব্যবহৃত হবে। প্রাপ্ত তথ্য এস-ব্যান্ড যোগাযোগ লিংকের মাধ্যমে গ্রাউন্ড স্টেশনে পাঠানো হয়।
তিনি আরও যোগ করেন, 'জাফর–২'-এর বিশেষ বৈশিষ্ট্য হলো- নকশা থেকে শুরু করে পরিবেশগত পরীক্ষা (তাপ, শূন্যতা ও কম্পন) পর্যন্ত পুরো প্রক্রিয়ার পূর্ণ বেসামরিকীকরণ (দেশীয়করণ)। এর ফলে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ইরানের মহাকাশ প্রযুক্তির পরিপক্বতায় এই উপগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।#
পার্সটুডে/এমএআর/১