ভারতের মধ্যপ্রদেশে দূষিত পানি পান করে  ১৫ জনের মৃত্যু, অসুস্থ প্রায় ২০০
https://parstoday.ir/bn/news/event-i155728-ভারতের_মধ্যপ্রদেশে_দূষিত_পানি_পান_করে_১৫_জনের_মৃত্যু_অসুস্থ_প্রায়_২০০
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের ভাগিরথপুরা এলাকায় দূষিত পানি পান করে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৫ এবং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন কমপক্ষে ২০০ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
(last modified 2026-01-02T14:29:58+00:00 )
জানুয়ারি ০২, ২০২৬ ২০:২৫ Asia/Dhaka
  • ভারতের ইন্দোরে দূষিত পানি পানে মৃতের সংখ্যা বাড়ছে
    ভারতের ইন্দোরে দূষিত পানি পানে মৃতের সংখ্যা বাড়ছে

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের ভাগিরথপুরা এলাকায় দূষিত পানি পান করে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৫ এবং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন কমপক্ষে ২০০ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দূষিত পানি পান করে যারা মারা গেছেন তাদের প্রত্যেক্যের পরিবারকে দুই লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। পাশাপাশি দায়িত্বে অবহেলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ইন্দোরের প্রশাসন।

ইন্দোরের ভাগীরথপুরা এলাকায় পানির পাইপলাইনে ছিদ্র ধরা পড়েছে। ওই জায়গায় একটি শৌচাগার নির্মাণ করা হয়েছিল। এই ছিদ্র দিয়েই দূষিত পানি পাইপলাইনে প্রবেশ করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই পানিতে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। তাদের অভিযোগ, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ওই দূষিত পানি পান করেই ডায়রিয়াসহ একাধিক রোগে আক্রান্ত হয়েছেন এলাকার বাসিন্দারা। পুরো ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।#

পার্সটুডে/জিএআর/২