নিষেধাজ্ঞা ও বোমাবর্ষণ সত্ত্বেও পরমাণু শিল্প এগোচ্ছে: ইরান
-
মোহাম্মাদ ইসলামি
পার্সটুডে- ইসলামী প্রজাতান্ত্র ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন- ইরানের পরমাণু শিল্প নিষেধাজ্ঞা, হত্যা ও বোমাবর্ষণের মধ্যেও টিকে আছে এবং সামনে এগিয়ে যাচ্ছে।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে- আজ ৫ জানুয়ারি বৃহস্পতিবার ইস্ফাহান বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় চিকিৎসকদের এক সমাবেশে ইরানের পারমাণু শক্তি সংস্থার প্রধান আরও বলেন: "এই সংস্থার সবচেয়ে বড় সক্ষমতা ও অর্জন বর্তমানে দেশের স্বাস্থ্য এবং চিকিৎসা সেবায় ব্যবহার করা হচ্ছে।" তিনি আরও বলেন, "দীর্ঘ কয়েক দশক ধরে নিষেধাজ্ঞা ও বিজ্ঞানীদের হত্যা এমনকি পারমাণবিক স্থাপনাগুলোতে সরাসরি বোমাবর্ষণ সত্ত্বেও ইরানের পারমাণবিক শিল্প থামেনি, বরং এটি আজ একটি অগ্রগামী শিল্প হয়ে মানুষের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।"
ইসলামি আরও বলেন, "পারমাণবিক চিকিৎসার মূল ভিত্তি হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শিল্প, আর এর জন্য সমৃদ্ধকরণের প্রয়োজনীয়তা রয়েছে। এর মাধ্যমে জ্বালানি উৎপাদন, রেডিয়েশন এবং আইসোটোপ পৃথকীকরণ সম্ভব হয়। কিন্তু শত্রুরা স্পষ্টভাবে বলছে যে, ইরানকে সমৃদ্ধকরণের অধিকার দেওয়া উচিৎ নয়।"
তিনি বলেন, "সাম্রাজ্যবাদী দেশগুলো তাদের সব ধরনের শক্তি এবং উপায় ব্যবহার করেছে যাতে ইরানের পারমাণবিক শিল্প গড়ে না ওঠে, কিন্তু তারা সফল হয়নি।"
ইসলামি আরও বলেন, শত্রুদের সর্বাত্মক অপচেষ্টা সত্ত্বেও এই শিল্প এখনো শক্তিশালী এবং সক্রিয় রয়েছে। তারা নিষেধাজ্ঞা দিয়েছে ও বোমা ফেলেছে। কিন্তু ব্যর্থ হয়েছে।#
পার্সটুডে/এসএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন