ফেব্রুয়ারি ১২, ২০২০ ১৭:৩৮ Asia/Dhaka

পাঠক, ফার্সি ভাষা শিক্ষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত অনুষ্ঠানে আমরা পারস্য উপসাগর ও কেশম দ্বীপ সম্পর্কে আপনাদের জানিয়েছিলাম। মোহাম্মাদ, সাঈদ ও রমিন কেশম দ্বীপ হয়ে কিশ দ্বীপে গিয়েছিল।

চমৎকার আবহাওয়ায় পারস্য উপসাগরে জাহাজ ভ্রমণ এবং সুর্যাস্ত তাদের কাছে সুখময় স্মৃতি হয়ে রইল । তারা কিশ দ্বীপে পৌঁছে একটি হোটেলে উঠলো । কিশ পারস্য উপসাগরের অন্যতম আকর্ষণীয় দ্বীপ এবং এর আয়তন কেশম এর চেয়ে ছোট । কিন্তু এর পর্যটন ও বাণিজ্যিক গুরুত্ব অপরিসীম । নীল সাগর,প্রবাল ও বালুময় সৈকত, রঙবেরঙের মাছ ও সামুদ্রিক প্রাণী, এই দ্বীপকে নৈস্বর্গিক রূপ দিয়েছে । কিশ দ্বীপ ও এর সৈকতের অংশ বিশেষ প্রবাল দিয়ে তৈরী হওয়ায় সে অংশের পানি স্বচ্ছ । এছাড়াও কীশের বিশাল সুন্দর এ্যাকোরিয়াম ভ্রমণকারীদের কাছে খুবই আকর্ষণীয় । এ দ্বীপে একটি বিনোদন জেটি, ওয়াটার স্কি ও ডুব সাতারের ব্যবস্থা আছে । কিশ দ্বীপ ভ্রমণ সম্পর্কে মোহাম্মাদ ও তার বন্ধুদের কথোপকথন শোনার আগে চলুন তাদের কথপোকথনে ব্যবহৃত কিছু শব্দ ও সেগুলার অর্থ জেনে নেয়া যাক ।

جزیره - واقعا ً - زيبا - به نظرم - حتي - قشم - ساحل - اينجا - ديدني - غروب - منظره - دنيا - تو گفتی - غواصی - درست است - منطقه - مرجانی - در ضمن - اسكي روي آب - هيجان انگيز - این قدر - خليج فارس - بهتر - آكواريوم - انواع - ماهي - كمياب - نزديك - سنتي - آزاد - تجاري - محل - مناسب - اطراف - فكر - فكر بدي نيست - شنی - اطلاعات - کشتی تفریحی - باغ پرندگان - تاریخی - طبیعی

দ্বীপ / সত্যিই / সুন্দর / আমার মতে / এমনকি / সৈকত / এখানে / দর্শণীয় / সুর্যাস্ত / প্রাকৃতিক দৃশ্য / পৃথিবী / ডুব সাঁতার কাটা / সঠিক / অঞ্চল / প্রবালময় / প্রসঙ্গত / পানির উপর স্কি বা ওয়াটার স্কি / রোমাঞ্চকর / এতটুকু / পারস্য উপসাগর / উত্তম / অ্যাকুরিয়াম / বিভিন্ন ধরনের / মাছ / দুস্প্রাপ্য / নিকট / ঐতিহ্যবাহী / মুক্ত / বাণিজ্যিক / স্থান / উপযুক্ত / আশেপাশে / চিন্তা / মন্দ নয় / বালুময় / তথ্য / প্রমোদ তরী / পাখিদের বাগিচা বা বার্ড পার্ক / ঐতিহাসিক / প্রাকৃতিক

নতুন শব্দ ও সেগুলোর অর্থ জেন নেয়া গেল । এবার আসুন মোহাম্মাদ ও তার বন্ধুদের কথোপকথন শোনা যাক । আপনাদের বোঝার সুবিধার্থে এটি আমরা বাংলায় অনুবাদ করে দিচ্ছি।

محمد - جزیره کیش واقعا ً زیباست . به نظرم حتی از قشم هم زیباتر است.رامین - بله . ساحل اينجا بسیار ديدني است . غروب جزیره کیش یکی از زیباترین منظره ها در سواحل دنیاست .محمد - گفتی که در این جزیره ، غواصی هم مي توان کرد ، درست است؟رامین - بله . اگر با غواصی آشنايي داشته باشي ، از غواصی در مناطق مرجانی سواحل كيش لذت می بری . در ضمن اسكي روي آب هم در سواحل كيش ، هيجان انگيز است .محمد - امروز چه برنامه ای داریم ؟ من دوست ندارم در هتل بمانم .سعید - محمد ! فکر نمی کردم این قدر از جزاير ایران در خليج فارس خوشت بیاید . به نظر من بهتر است به آکواریوم كيش برویم و انواع ماهيهاي كمياب و زيبا را از نزديك ببينيم .رامین - بازارهاي سنتي و جديد کیش هم جالب و ديدني است .سعید - البته می دانی که جزیره کیش يك منطقه آزاد تجاري است و محلي مناسب براي خريد و فروش انواع كالاها است .محمد - هوا هم خیلی خوب است . زمستان کیش مثل بهار تهران است .سعید - خوب دوستان ! بهتر است یک تاکسی بگیریم و در اطراف جزیره كيش گردش کنیم .رامین - فکر بدی نیست . می توانیم به ساحل مرجانی و یا ساحل شنی جزیره برویم .محمد - من دوست دارم اطلاعاتی درمورد کشتی تفریحی و اسکی روی آب بدست آورم .سعید - رامین ! یادت باشد که از باغ پرندگان و ساير جاهای تاریخی و طبیعی كيش دیدن كنيم ، زيرا محمد دوست دارد همه جاهاي ديدني را ببيند و از آنها عكس بگيرد .

মোহাম্মাদ - কিশ দ্বীপ সত্যই খুবই সুন্দর । এমনকি আমার মতে কেশম থেকেও সুন্দর।রমিন - হ্যাঁ , এখানকার সৈকত অত্যন্ত দর্শনীয় । কিশ দ্বীপের সুর্যাস্তের দৃশ্য পৃথিবীর সমূদ্র সৈকতগুলোর মধ্যে সুন্দরতম নৈসর্গিক দৃশ্যাবলীর অন্যতম ।মোহাম্মাদ- তুমি বলেছো এই দ্বীপে ডুব সাতারও কাটা যায়,ঠিক বলেছি?রমিন- হ্যাঁ । তোমার যদি ডুব সাতার জানা থাকে, তবে কিশের প্রবালময় উপকূলে ডুব সাতারের আনন্দ উপভোগ করতে পারবে। এছাড়া কিশের উপকূলে ওয়াটার স্কিও রোমাঞ্চকর।মোহাম্মাদ- আজ আমরা কোথায় যাবো? আমার হোটেলে থাকতে একদম ইচ্ছে করছে না।সাঈদ - মোহাম্মাদ ! আমি ভাবতেও পারিনি পারস্য উপসাগরের দ্বীপগুলো তোমার এত ভাল লাগবে। আজ চলো আমরা বিভিন্ন দুস্প্রাপ্য মাছ ও জলজ প্রাণীকে কাছে থেকে দেখার জন্য কিশের অ্যাকুরিয়াম যাই ।রমিন -কিশের ঐতিহ্যবাহী ও নতুন বাজারগুলিও কিন্তু আকর্ষণীয় ও দেখার মত ।সাঈদ - তুমি নিশ্চয়ই জানো, কিশ দ্বীপ একটি মুক্ত বাণিজ্যিক এলাকা এবং বিভিন্ন ধরনের পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য একটি উপযুক্ত স্থান।মোহাম্মাদ- (এখানকার) আবহাওয়াও খুবই চমৎকার। কিশের শীতকাল তেহরানের বসন্তের মত।সাঈদ- বন্ধুরা ! চলো আমরা একটা ট্যাক্সিতে চড়ি এবং কিশ দ্বীপের আশে পাশে ঘুরে দেখি ।রমিন - মন্দ নয়। আমরা এই দ্বীপের প্রবাল ও বালুময় সৈকতে যেতে পারি ।মোহাম্মাদ- আমি প্রমোদতরী ও ওয়াটার স্কী সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চাই ।সাঈদ - রমিন ! পাখিদের বাগিচা ও কীশের অন্যান্য ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থান দেখার কথা ভুলে যেওনা। কারণ মোহাম্মাদ সমস্ত দর্শণীয় স্থানগুলো দেখতে ও সেগুলোর ছবি তুলতে চায় ।

পাঠক, মোহাম্মাদ ও তার বন্ধুরা একটি ট্যাক্সিতে চড়ে কিশ দ্বীপের আশেপাশে ঘুরে বেড়ালো । তারা তিন দিন সেখানে থাকলো এবং কীশের চমৎকার অ্যাকুরিয়ামে দুস্প্রাপ্য মাছ ও জলজ প্রাণীসমুহ দেখলো । তারা পাখিদের বাগিচায় গেল যেখানে ছিল বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর সব পাখি । প্রমোদ জেটি, বালুময় ও প্রবালময় সৈকত এবং দ্বীপের সবুজ বৃক্ষরাজি ঘেরা অংশ তাদেরকে মুগ্ধ করলো । তারা একটি নৌকায় করে কিশের উপকুলে ঘুরে বেড়ালো। নৌকার তলদেশটি কাঁচ জাতীয় পদার্থ দিয়ে তৈরী, তাই তারা নৌকার তলদেশ দিয়ে পানির নিচে থাকা প্রবালগুলোর মধ্যে রঙবেরঙের সুন্দর সুন্দর মাছ দেখতে পেলো । সাইকেল চালনা,সৈকত সংলগ্ন রেঁস্তোরার সামুদ্রিক খাদ্য এবং বিভিন্ন বাজারে পদচারণা সবই তাদের কাছে আনন্দময় স্মৃতি হয়ে রইলো । তারা একটি গ্রামে গেল যেখানে কীশের স্থানীয় জনগোষ্ঠী বসবাস করে । তারা সেখানকার স্থাপত্য শিল্প এবং তাদের জীবন পদ্ধতি সম্পর্কে পরিচিত হল ।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/১২

ট্যাগ