জুন ২৪, ২০২৪ ১৯:৩৪ Asia/Dhaka
  • ইসরাইলের সমস্ত স্পর্শকাতর লক্ষ্যবস্তু আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায়

ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখে লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি বলেছে, এ ধরনের যুদ্ধ ইসরাইলের পরাজয় ঠেকাতে পারবে না। 

হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ নাবিল কাউক আজ (সোমবার) একথা বলেছেন। লেবাননের আরবি ভাষার অনলাইন পত্রিকা আল-নাশরা এ খবর দিয়েছে।

তিনি বলেন, লেবানন ইসরাইলের জন্য এমন জায়গা হিসেবে কাজ করবে না, যেখানে তারা তার পরাজয় ঠেকাতে পারে। বরং দেশটি ইহুদিবাদী শত্রুদের পরাজয়ের একটি ক্ষেত্র এবং দখলদারদের বিরুদ্ধে বিজয় ও প্রতিরোধের স্থান হয়ে থাকবে।

শেখ নাবিল কাউক সুস্পষ্ট করে বলেন, "হিজবুল্লাহ যেখানে চায় তার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো দিয়ে ইসরাইলের সেইসব স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।"

এর আগে লেবাননের শিয়া মাজহাবের গ্রান্ড মুফতি শেখ আহমাদ কাবালান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হলে ইসরাইল অভিমুখে পাঁচ লাখ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে হিজবুল্লাহ।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৪

ট্যাগ