আমরা পূর্ণ প্রস্তুতির সাথে ইসরাইলের বিরুদ্ধে কঠোর আঘাত হানব: ইরানের সেনাবাহিনীর প্রধান
https://parstoday.ir/bn/news/iran-i149940-আমরা_পূর্ণ_প্রস্তুতির_সাথে_ইসরাইলের_বিরুদ্ধে_কঠোর_আঘাত_হানব_ইরানের_সেনাবাহিনীর_প্রধান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেছেন, ইসরাইলের নৃশংস ও ভয়াবহ আগ্রাসনের প্রথম দিন থেকে এখন পর্যন্ত, সেনাবাহিনীর সৈন্যরা ইরানের পবিত্র ভূখণ্ড রক্ষার জন্য প্রচেষ্টা চালিয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ১৫, ২০২৫ ১৮:৫৫ Asia/Dhaka
  • ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি
    ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেছেন, ইসরাইলের নৃশংস ও ভয়াবহ আগ্রাসনের প্রথম দিন থেকে এখন পর্যন্ত, সেনাবাহিনীর সৈন্যরা ইরানের পবিত্র ভূখণ্ড রক্ষার জন্য প্রচেষ্টা চালিয়েছে।

তিনি বলেন তারা পূর্ণ প্রস্তুতির সাথে ইসরাইলের ওপর কঠোর আঘাত হানতে থাকবে।

পার্সটুডে জানিয়েছে, ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত হওয়ার পর এক বার্তায় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারের প্রশংসা করে বলেছেন: ইরানের সেনাবাহিনীর সাহসী সৈন্যরা পূর্ণ প্রস্তুতি নিয়ে ইসরাইলের বিরুদ্ধে কঠোর আঘাত হানতে প্রস্তুত রয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।