শুরু থেকেই ইরানের বেসামরিক ও আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/iran-i149938-শুরু_থেকেই_ইরানের_বেসামরিক_ও_আবাসিক_এলাকায়_হামলা_চালাচ্ছে_ইসরাইল
পার্সটুডে- ইহুদিবাদী ইসরাইল শনিবার রাতে ইরানের কিছু আবাসিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৫, ২০২৫ ১৮:১০ Asia/Dhaka
  • ইরানের বেসামরিক ও আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে ইসরাইল
    ইরানের বেসামরিক ও আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে ইসরাইল

পার্সটুডে- ইহুদিবাদী ইসরাইল শনিবার রাতে ইরানের কিছু আবাসিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

গত ২৪ ঘন্টায় রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বেশ কয়েকটি আবাসিক ভবনে আক্রমণ করেছে ইহুদিবাদী ইসরাইল, এসব হামলার বেশিরভাগই ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।

পার্সটুডে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় তেহরানে ইহুদিবাদী ইসরাইলের হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন নারী ও শিশু আহত হয়েছে।

ইহুদিবাদী ইসরাইল যেসব এলাকাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে সেগুলো হলো- নারমাক, নোবুনিয়াদ, যামযাম,  শাহরান এবং শাহরে রেই ছিল। পশ্চিম তেহরানের শাহরান তেল ডিপোকে টার্গেট করা হয়েছে। সেখানে ভয়াবহ আগুন লেগে যায়, তবে উদ্ধারকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এই ডিপোতে সংরক্ষিত জ্বালানির পরিমাণ কম ছিল এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দক্ষিণ তেহরানের আরেকটি জ্বালানি ডিপোতেও হামলা হয়। অগ্নিনির্বাপণ এবং নিরাপত্তা বাহিনী সফলভাবে পরিস্থিতি মোকাবেলা করছে।

ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বন্দর আব্বাস, খোররামাবাদ, তাবরিজ, মাশহাদ, শিরাজ এবং ইসফাহানের মতো শহরেও সক্রিয় করা হয়েছে। কিছু সূত্র বলছে, এসব এলাকায় ড্রোন ধ্বংস করা হয়েছে। ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিট নিরবচ্ছিন্নভাবে আকাশ পথে হামলা মোকাবেলা করে যাচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় তেহরানের শহীদ চামরান উপশহরের একটি ১৪ তলা ভবনে ইসরাইলি হামলায় ৬০ জন বাসিন্দা শহীদ হয়েছেন, যার মধ্যে ২০টি শিশু রয়েছে।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।