মার্চ ২২, ২০২০ ১৬:০৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২২ মার্চ রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • সরকারি চাকরিজীবীদের কর্মস্থলে থাকতে হবে-দৈনিক প্রথম আলো
  • আক্রান্ত ছাড়ালো ৩ লাখ, মৃত্যু ১৩ হাজার -দৈনিক ইত্তেফাক
  • ওয়াশিংটন পোস্টের রিপোর্ট-দক্ষিণ এশিয়ায় কোটি মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন-দৈনিক মানবজমিন
  • কঠোর নজরদারিতে রাজধানীর সাড়ে ৩ হাজার বিদেশ ফেরত-দৈনিক যুগান্তর
  • বিশ্ব চিকিৎসকদের পরামর্শ করোনা নিয়ে-বাংলাদেশ প্রতিদিন
  • করোনা মোকাবিলায় সার্ক জরুরি তহবিলে ১.৫ মিলিয়ন ডলার দিচ্ছে বাংলাদেশ-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:    

  • দেশে মৃত্যু বেড়ে ৬, আক্রান্ত বেড়ে ৩৪১, লকডাউন বহু রাজ্যে-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • রাজস্থানের পর পাঞ্জাবেও ‘লকডাউন’, করোনা সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ-দৈনিক সংবাদ প্রতিদিন
  •  জনতা কার্ফুতে প্রায় সারা দেশ স্বেচ্ছায় গৃহবন্দি ‘-দৈনিক আজকাল

করোনাভাইরাস বিশ্বজুড়ে:

বিশ্বজুড়ে করোনাভাইরাস

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব। বাংলাদেশ ভারতসহ বিশ্ব মিডিয়ায় করোনাভাইরাসের আপডেট খবর বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে। একনজরে সেসব খবর দেখে নেয়া যাক। দৈনিক মানবজমিনের শিরোনাম-ওয়াশিংটন পোস্টের রিপোর্ট দক্ষিণ এশিয়ায় কোটি মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। দৈনিক ইত্তেফাকের শিরোনাম-আক্রান্ত ছাড়ালো ৩ লাখ, মৃত্যু ১৩ হাজার।প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭ হাজার ২৭ জনে দাঁড়িয়েছে। সেইসঙ্গে মৃতের সংখ্যা ১৩ হাজার ৪৮ জন। প্রতিক্ষণে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বর্তমানে ইতালিতে এই ভাইরাসে প্রকোপ সবচেয়ে বেশি। দেশটি শনিবার জানিয়েছে, গত একদিনেই করোনায় ৭৯৩ জনের মৃত্যু হয়েছে।এদিকে স্পেন ইরানেও হুহু করে বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। স্পেনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৩ শ' ৮১ জনের।ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। সেখানে মারা গেছে ৩৪০ জন।

 কঠোর নজরদারিতে রাজধানীর সাড়ে ৩ হাজার বিদেশ ফেরত-দৈনিক যুগান্তর

রাজধানীতে অবস্থানরত সাড়ে ৩ হাজার বিদেশ ফেরত লোকের ওপর চলছে কঠোর নজরদারি। হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে এ নজরদারি চালাচ্ছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নগরীর বাস টার্মিনাল ও লঞ্চঘাটসহ জনসমাগমস্থলে ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটানো হচ্ছে।

নিত্যপণ্যের লাগামছাড়া দাম, বাজারব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে-দৈনিক যুগান্তর

করোনাভাইরাসজনিত আতঙ্কের বশবর্তী হয়ে ক্রেতাসাধারণ খাদ্যপণ্য ও ওষুধ কিনে বাসাবাড়িতে মজুদ করছেন। বুধবার থেকে মুদি ও ওষুধের দোকান, কাঁচাবাজার আর সুপারশপগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে ভোক্তা শ্রেণি। বাড়তি চাহিদার সুযোগে অসাধু ব্যবসায়ীরাও বাড়িয়ে দিচ্ছেন খাদ্য ও নিত্যপণ্যের দাম। তিন দিন ধরে কয়েক ঘণ্টা পরপর বেড়েছে নিত্যপণ্যের দাম। দৈনিক ইত্তেফাক এ সম্পর্কিত খবরে লিখেছে, অভিযানেও কমছে না পণ্যের দাম। ভোক্তাদের অভিযোগ- দাম বেড়ে যাওয়ায় বাজারে জিনিসপত্র কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে গরিব ও মধ্যবিত্ত শ্রেণির মানুষদের।

ঢাকা-১০ এ ভোটের হার ৫.২৮: আ’লীগ প্রার্থী শফিউল জয়ী

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই শনিবার ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে তিন লাখ ২১ হাজার ২৭৫ জন ভোটারের মধ্যে মাত্র ১৬ হাজার ৯৬৫ জন ভোট দিয়েছেন। ভোটগ্রহণের হার ৫ দশমিক ২৮ শতাংশ। আওয়ামী লীগ প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

ফেসবুক ডায়েরি থেকে তুলে ধরে দৈনিক মানবজমিন লিখেছে, মানুষের এই বিপদের মুহুর্তে এমন তামাশা আর ভাল লাগে না।বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, দিনভর আমাদের সাংবাদিকরা ছিলেন। কিছু বলবো না। আপনাদের হিসাব অনুসারে ৯৫% ভোটার ভোট বর্জন করেছে। ভোট দিয়েছে ৫%। তারপরও কারও লজ্জা বলে কিছু নেই। আমরা অভিনন্দন জানাবো। খুশি থাকবো। বলবো আহা বেশ বেশ! সত্যি এই সব দেখতে আর ভাল লাগে না।

অনেকতো হলো। মানুষের এই বিপদের মুহুর্তে এমন তামাশা আর ভাল লাগে না। দয়া করে বন্ধ করুন সকল তামাশা!

জ্বি, আপনাকেই বলছি-দৈনিক মানবজমিন

ব্যারিস্টার রুমিন ফারহানা লিখেছেন,করোনা ছড়িয়েছে বিশ্বব্যাপী। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা।অদৃশ্য এই শত্রুর সঙ্গে লড়াই করছে পুরো বিশ্ব। উন্নত দেশগুলো এটিকে যুদ্ধাবস্থার সঙ্গে তুলনা করেছে আর জাতিসংঘ একে মহামারি আখ্যা দিয়ে বলছে ভয়াবহ মন্দা আসন্ন, ছাড়িয়ে যাবে অতীতের সব রেকর্ড।পৃথিবীর সব উন্নত দেশ এই সংকট মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করেছে।আমি ডাক্তার না। এর চিকিৎসা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু একজন সচেতন মানুষ হিসেবে বিষয়টির ভয়াবহতা আমার না বোঝারও কিছু নেই। কয়েকটি নগর রাষ্ট্র বাদ দিয়ে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশের একজন নাগরিক হিসেবে নির্দ্বিধায় বলতে পারি, আমি আতঙ্কিত।খবরে এসেছে ২১শে জানুয়ারি থেকে ১৭ই মার্চ পর্যন্ত ৫৫ দিনে বিশ্বে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসেছে ৬ লাখ ২৪ হাজার ৭৪৩ জন। আর হোম কোয়ারেন্টিনে আছে ২৫১৮ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছে মাত্র ৪৩ জন। আর আইসোলেশনে ১৯ জন। বাকিরা মিশে গেছে জনতার কাতারে এবং তাদের আপডেট আমাদের সবার অজানা।

বিশ্ব চিকিৎসকদের পরামর্শ করোনা নিয়ে-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ডা, দেবী শেঠি

যেসব উপসর্গে করোনা পরীক্ষার প্রয়োজন নেই-ডা. দেবী শেঠি। তিনি বলেন, যদি কারও ফ্লু বা সর্দি থাকে, তাহলে প্রথমে নিজেকে আইসোলেট রেখে লক্ষণ ভালো করে পর্যবেক্ষণ করতে হবে।দেবী শেঠি বলেছেন, যদি কারও ফ্লু বা সর্দি থাকে, তাহলে প্রথমে নিজেকে আইসোলেট রেখে লক্ষণ ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। এ অবস্থা সম্পর্কে তিনি উল্লেখ করেছেন- ১. প্রথম দিন শুধু ক্লান্তি আসবে। ২. তৃতীয় দিন হালকা জ্বর অনুভব হবে, সঙ্গে কাশি ও গলায় সমস্যা দেখা দেবে। ৩. পঞ্চম দিন পর্যন্ত মাথাব্যথা। পেটের সমস্যাও হতে পারে। ৪. ষষ্ঠ বা সপ্তম দিনে শরীরে ব্যথা বাড়বে এবং মাথা-যন্ত্রণা কমতে থাকবে। তবে ডায়রিয়ার লক্ষণ দেখা দিতে পারে। পেটের সমস্যা থেকে যাবে। এবার খুবই গুরুত্বপূর্ণ। ৫. অষ্টম ও নবম দিনে সব লক্ষণই চলে যাবে। তবে সর্দির প্রভাব বাড়তে থাকে। এর অর্থ আপনার প্রতিরোধ ক্ষমতা বেড়েছে এবং আপনার করোনা আশঙ্কার প্রয়োজন নেই।

করোনাভাইরাস

করোনা পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে দেবী শেঠি বলেন, এমন সময় আপনার করোনা পরীক্ষার প্রয়োজন নেই। কারণ আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। যদি অষ্টম বা নবম দিনে আপনার শরীর আরও খারাপ হয়, করোনা হেল্পলাইনে ফোন করে অবশ্যই পরীক্ষা করিয়ে নিন। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ভারতের কাছে এ মুহূর্তে ১ লাখ ৫০ হাজার পরীক্ষা-কিট রয়েছে। সর্বোচ্চ দেড় কোটি মানুষের পরীক্ষা করা সম্ভব। তাই জ্বর হওয়ার দ্বিতীয় বা তৃতীয় দিনই প্রত্যেকের করোনা পরীক্ষার প্রয়োজন নেই। এতে আরও বড় সমস্যা হবে। শিক্ষিত ও সচেতন মানুষের প্রতি আহ্বান জানিয়ে ভারতীয় এ চিকিৎসক বলেন, আমার পরামর্শ হলো- জ্বর হলেই করোনার পরীক্ষা নয়। আগে অপেক্ষা করে উপসর্গ পর্যবেক্ষণ করুন। খারাপ হলে নিজেকে পরীক্ষা করিয়ে নিন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

দেশে মৃত্যু বেড়ে ৬, আক্রান্ত বেড়ে ৩৪১, লকডাউন বহু রাজ্যে-দৈনিক আনন্দবাজার পত্রিকা

শুরুতে সংক্রমণের হার অনেকটাই কম ছিল। কিন্তু সময় যত পেরোচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাটাও পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে ভারতে। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪১। নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬ জন। যে ভাবে সংক্রমণের সংখ্যাটা বাড়ছে, তাতে গোটা দেশে আতঙ্কের আবহ তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ভাইরাসের হানায় নতুন করে কোনও মৃত্যুর খবর নেই। রবিবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। তবে তার মধ্যেও আশার খবর এই যে, সংক্রমিত হওয়া ২৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। ইউরোপীয় দেশগুলোর মতো যাতে সংক্রমণ হু হু করে ছড়িয়ে না পড়ে, তার জন্য রাজ্যে, শহরে লকডাউন, শাটডাউনের মতো পদক্ষেপ করছে প্রশাসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা মতোই রবিবার দেশ জুড়ে পালিত হয়েছে ‘জনতা কার্ফু। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, রাজস্থানের পর পাঞ্জাবেও ‘লকডাউন’, করোনা সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ

জনতা কার্ফুতে প্রায় সারা দেশ স্বেচ্ছায় গৃহবন্দি-দৈনিক আজকাল

স্বেচ্ছায় গৃহবন্দি হয়ে জনতা কার্ফু সমর্থন করল

প্রধানমন্ত্রীর অনুরোধ মেনে আজ রোববার প্রায় সারা দেশই স্বেচ্ছায় গৃহবন্দি হয়ে জনতা কার্ফুকে সমর্থন করেছে। বৃহস্পতিবার এই আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সকাল সাতটার কিছু আগে টুইট করে মোদি লেখেন, ‘এই কার্ফু কোভিড–১৯–এর বিরুদ্ধে লড়তে অনেকটাই সাহায্য করবে সবাইকে। এখন নেওয়া এই পদক্ষেপের ফল পরে মিলবে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২