সেপ্টেম্বর ২৫, ২০২০ ১৮:৪২ Asia/Dhaka
  • কথাবার্তা: সুর বদল!‌ করোনার ভ্যাকসিন তৈরির জন্য রাশিয়াকে ধন্যবাদ জানাল হু

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৫ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • আগামী বছরের শুরুতেই ব্যাপকভাবে করোনার টিকা: সিনোভ্যাক-দৈনিক প্রথম আলো
  • করোনায় আরো ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮৩-দৈনিক কালেরকণ্ঠ
  • ইকামা-ভিসাধারী সবাই সৌদি যেতে পারবেন: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • ডিজিটাল সহযোগিতায় শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্ব প্রয়োজন- শেখ হাসিনা-দৈনিক ইত্তেফাক
  • বিএনপি অবৈধ পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে-দৈনিক মানবজমিন
  • এই দিন দিন না, সামনে আরো দিন আছে : রিজভী-দৈনিক  নয়া দিগন্ত

ভারতের খবর:

  • কৃষি বিলের প্রতিবাদে ভারত বন্‌ধ, দেশ জুড়ে বিক্ষোভে কৃষকরা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • সুর বদল!‌ করোনার ভ্যাকসিন তৈরির জন্য রাশিয়াকে ধন্যবাদ জানাল হু-দৈনিক আজকাল-দৈনিক আজকাল
  • রেকর্ড পরীক্ষার দিনও কমল দৈনিক করোনা সংক্রমণ, দেশে মোট আক্রান্ত পেরল ৫৮ লক্ষ-দৈনিক সংবাদ প্রতিদিন-দৈনিক সংবাদ প্রতিদিন

আগামী বছরের শুরুতেই ব্যাপকভাবে করোনার টিকা: সিনোভ্যাক-দৈনিক প্রথম আলো

চূড়ান্ত ধাপের পরীক্ষায় থাকা কোভিড-১৯-এর একটি টিকা আগামী বছরের শুরুর দিকে জনগণের ব্যাপক ব্যবহারের জন্য পাওয়া যেতে পারে। চীনের ফার্মাসিউটিক্যাল ফার্ম সিনোভ্যাক বায়োটেকের প্রেসিডেন্ট ইয়িন ওয়েডং গতকাল বৃহস্পতিবার স্পেনের সংবাদ সংস্থা ইএফইকে এ কথা বলেন।ইয়িন বলেছেন, বেইজিংয়ে তাঁর কোম্পানির তৈরি করোনাভ্যাক নামের টিকাটি বছরে ৩০ কোটি ডোজ তৈরির সক্ষমতা রয়েছে।

সিনোভ্যাক গত মার্চ মাসে বেইজিংয়ে বিশেষায়িত কোভিড-১৯ ল্যাব স্থাপন শুরু করে। কয়েক সপ্তাহ ধরে করোনার সম্ভাব্য টিকা উৎপাদনে কাজ করছে প্রতিষ্ঠানটি। সিনোভ্যাকের তৈরি করা টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল বাংলাদেশে করার অনুমোদন দিয়েছে সরকার। ইয়িন দাবি করেছেন, টিকা দেওয়ার সাতটি পৃথক পদ্ধতি বের করেছেন গবেষকেরা। তাঁদের ‘ইনঅ্যাকটিভেটেড টিকা’ অধিক কার্যকর প্রমাণিত হয়েছে। ১৮ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে টিকার তৃতীয় ধাপের পরীক্ষায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। বিশ্বের সব ধরনের সার্স-কোভ-২ ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধী সক্ষমতা দেখিয়েছে এই টিকা।

করোনায় আরো ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮৩-দৈনিক কালেরকণ্ঠ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৯৩ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৩৮৩ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৫৬ হাজার ৭৬৭ জন করোনা রোগী।

আজ শুক্রবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৯৩২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ২৪ জন।

ইকামা-ভিসাধারী সবাই সৌদি যেতে পারবেন: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর-

করোনাভাইরাসের কারণে ফ্লাইট বন্ধ থাকায় দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীদের সেদেশে ফেরার বিষয়ে আশ্বস্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

তিনি বলেছেন, যাদের ইকামা-ভিসা আছে, দেশে এসেছেন ছুটিতে, তাদের সবাই সৌদি আরব যেতে পারবেন, কোনো জটিলতা হবে না। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার ফরেন সার্ভিস একাডেমি সুগন্ধা-এর নব নির্মিত কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের ইকামা আছে, সৌদিতে চাকরি আছে, কিন্তু দেশে এসেছিলেন, তারা সবাই ফেরত যেতে পারবেন। ভিসা নিয়ে কোনো জটিলতা হবে না। এর জন্য আমরা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। কারও ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ইকামা থাকলে তাদের আবার ভিসা দেয়া হবে।

ডিজিটাল সহযোগিতায় শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্ব প্রয়োজন- শেখ হাসিনা-দৈনিক ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ প্রজন্মের অভিন্ন লক্ষ্য অর্জনে ডিজিটাল সহযোগিতায় বিশ্বব্যাপী অংশীদারিত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, ‘আমরা আমাদের অভিন্ন লক্ষ্য অর্জনে একটি শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্বের অপেক্ষায় রয়েছি।বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সাইডলাইনে ‘ডিজিটাল সহযোগিতা : ভবিষ্যৎ প্রজন্মের জন্য অ্যাকশন টুডে শীর্ষক উচ্চপর্যায়ের ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পূর্বে ধারণকৃত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, কোভিড-১৯ মহামারি ডিজিটাল পরিষেবার শক্তিকে উন্মোচিত করেছে এবং ডিজিটাল বিভাজনকেও প্রকাশ করেছে। বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যারই ইন্টারনেটে ন্যূনতম প্রবেশগম্যতা নেই। সেই শূন্যতা পূরণ করতে হবে।

বিএনপি অবৈধ পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে-দৈনিক মানবজমিন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ‘অবৈধ পথে চোরাগলি দিয়ে' ক্ষমতায় আসার চেষ্টা করছে।  আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকম-লীর বৈঠক তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

তিনি বলেন, আওয়ামী লীগ কখনো যড়যন্ত্রের রাজনীতি করে না। ষড়যন্ত্র বরদাশত করে না। আওয়ামী লীগই বারবার ষড়যন্ত্রের রাজনীতির শিকার হয়েছে। প্রধানমন্ত্রী সর্বোচ্চ মানবিকতা ও উদারতা দেখিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিনে (নির্বাহী আদেশে) মুক্তি দিয়েছেন। বিএনপি যদি এই উদারতাকে দুর্বলতা ভাবে, তবে তারা ভুল করবে।কাদের বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের আবেগ-ভালোবাসা ও আশা-আকাক্সক্ষাকে ধারণ করে এবং কাজকর্মে তা প্রতিফলন করে। আর বিএনপি জনগণের প্রতি আস্থাহীন হয়ে বারবার ভুল করে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে।।

এই দিন দিন না, সামনে আরো দিন আছে : রিজভী-দৈনিক  নয়া দিগন্ত-দৈনিক  নয়া দিগন্ত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা আওয়ামী নাৎসীবাদের এক চরম চক্রান্তের বিকৃত প্রকাশ লক্ষ্য করছি। সাবেক রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুণঃপ্রতিষ্ঠাকারী ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান বীর উত্তমকে নিয়ে বহুমাত্রিক কাল্পনিক, উদ্ভট আর বিকৃত মিথ্যাচার করেই তারা ক্ষান্ত হয়নি বরং এখন তাদের সাংস্কৃতিক অঙ্গনের সাঙ্গ-পাঙ্গরা কুৎসিত মনোবৃত্তি নিয়ে মাঠে নেমেছে। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

রিজভী বলেন, কোনো অপপ্রচারই শহীদ জিয়ার বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করতে পারেনি। এখন একদলীয় ভোটারবিহীন আওয়ামী সরকার তাদের খুদ কুড়ো অন্বেষী, মোসাহেব সাংস্কৃতিক ব্যক্তিদের দিয়ে নাটক-সিনেমা বানাতে উৎসাহ দিচ্ছে। তাদের লেলিয়ে দেয়া এই সাংস্কৃতিক ব্যক্তিরা সরকারের পৃষ্ঠপোষকতা পেয়ে মহাউৎসাহে জিয়াউর রহমানের বিরুদ্ধে জঘন্যতম বিকৃত ইতিহাস, চরিত্রহনন ও কুৎসার গরল উগলে দিতে এই ধরণের কর্মকাণ্ডে মেতে উঠেছে।

কৃষি বিলের প্রতিবাদে ভারত বন্‌ধ, দেশ জুড়ে বিক্ষোভে কৃষকরা-দৈনিক আনন্দবাজার পত্রিকা

নতুন কৃষি বিল নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন রাজ্যসভার সাংসদদের একাংশ। সেটা ছিল গত রবিবার।  শুক্রবার তা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। রাস্তায় নেমে এই বিলের প্রতিবাদ করছেন কৃষকরা। দেশের কৃষক সংগঠনগুলি মিলিত ভাবে এ দিন ভারত বন্‌ধের ডাক দিয়েছিল। কংগ্রেস-সহ দেশের অধিকাংশ বিরোধী দলের নীতিগত সমর্থন আছে এই বন্‌ধে। পঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন জায়গা ছাড়াও কর্নাটক, মহারাষ্ট্র, বিহারেও চলছে প্রতিবাদ বিক্ষোভ। কোথাও রাস্তা আটকে, কোথাও ‘রেল রোকো’ অভিযানের মাধ্যমে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন কৃষকরা। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছে।

পঞ্জাব ও হরিয়ানাতে এই বন্‌ধের প্রভাব সবথেকে বেশি। অমৃতসর, জালন্ধর, লুধিয়ানা, অম্বালা। চণ্ডীগড় সহ সেখানকার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করছেন বিভিন্ন কৃষক সংগঠনগুলি।

সুর বদল!‌ করোনার ভ্যাকসিন তৈরির জন্য রাশিয়াকে ধন্যবাদ জানাল হু-দৈনিক আজকাল

একটা সময় রাশিয়ার করোনা ভাইরাস ভ্যাকসিনকে স্বীকৃতি দেওয়া তো দূরের কথা, এর ট্রায়ালের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু এবার ধীরে ধীরে সুর নরম করছে হু। যত সময় যাচ্ছে, তত অবস্থান বদলের ইঙ্গিত মিলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইওরোপের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক করোনার ভ্যাকসিন আবিষ্কারে আন্তরিক চেষ্টার জন্য রাশিয়ার ভূয়সী প্রশংসা করেছেন। ভ্যাকসিন তৈরিতে উদ্যোগী হওয়ার জন্য রাশিয়াকে ধন্যবাদও জানিয়েছেন।

স্পুটনিক–ভি

স্পুটনিক–ভি- রাশিয়ার দাবি অনুযায়ী এটিই পৃথিবীর প্রথম কার্যকরী করোনা ভ্যাকসিন। খোদ রাশিয়ার রাষ্ট্রনায়ক ভ্লাদিমির পুটিন সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন, তাঁদের তৈরি ভ্যাকসিন করোনার বিরুদ্ধে লড়াইয়ে উপযোগী এবং এর তেমন কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কিন্তু পুটিনের সেই দাবি মানতে নারাজ বিশ্বের অনেক দেশই।

রেকর্ড পরীক্ষার দিনও কমল দৈনিক করোনা সংক্রমণ, দেশে মোট আক্রান্ত পেরল ৫৮ লক্ষ-দৈনিক সংবাদ প্রতিদিন

মাঝখানে কয়েকটা দিন করোনা পরীক্ষার সংখ্যাটা বেশ কম ছিল। একটা সময় যেখানে মোট পরীক্ষার সংখ্যা ১২-১৩ লাখে পৌঁছে গিয়েছিল, সেখানে মাঝের ২টো দিন পরীক্ষা হয় ১০ লক্ষেরও কম। যা নিয়ে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছিল দেশজুড়ে। প্রশ্ন উঠছিল, সরকার কি তাহলে ইচ্ছাকৃতভাবে করোনা পরীক্ষার সংখ্যা কমিয়ে দিচ্ছে? সেসব গুঞ্জন উড়িয়ে বৃহস্পতিবার রেকর্ড হারে করোনা পরীক্ষা হল দেশে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, স্রেফ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে প্রায় ১৩ লক্ষ ৮০ হাজার মানুষের। স্বস্তির খবর হল, এর রেকর্ড পরীক্ষার দিনও আক্রান্তের সংখ্যাটা বাড়েনি। বরং কমেছে।

শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৬ হাজার ৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সামান্য হলেও কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ লক্ষ ১৮ হাজার ৫৭১ জন। গত সপ্তাহের তুলনায় আক্রান্তের সংখ্যা কমলেও দেশে করোনায় মৃতের সংখ্যাটা আগের মতোই উদ্বেগজনক। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৪১ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯২ হাজার ২৯০ জন।#

পার্সটুডে/বাবুল আখতার/ ২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।