জানুয়ারি ১৮, ২০২১ ১৬:৫১ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! ১৮ জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • ট্রাম্পকে ‘পাত্তা’ দিলো না সামরিক বাহিনী, শপথের আগের আরও ১ জন নিহত-ইত্তেফাক
  • সব সাংবাদিক করোনার টিকা পাবেন: জাহিদ মালেক–যুগান্তর
  • কক্সবাজারের ‘পাওয়ার আলী’গৃহপরিচারক থেকে হাজার কোটি টাকার মালিক- মানবজমিন
  • ঢাকা-ইসলামাবাদ সম্পর্কে নতুন হাওয়া, কোনো ঘোষণা দিতে পারেন ইমরান খান-মানবজমিন
  • আদমশুমারিতে আমাকেই গণনা করা হয়নি: পরিসংখ্যান সচিব-বাংলাদেশ প্রতিদিন
  • দু-এক দিনের মধ্যে দেশে আসছে ১০ লাখ ডোজ টিকা-কালের কণ্ঠ
  • কিস্তি দিতে না পারায় গৃহবধূর আত্মহত্যা -সমকাল

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • ‘লাকি’ নন্দীগ্রামে প্রার্থী এবার তিনিই, মাস্টারস্ট্রোক মমতার-আনন্দবাজার পত্রিকা
  • ‌‌দিলীপকেই মুখ্যমন্ত্রী দেখতে চান’, মন্তব্যের জন্য সৌমিত্র খাঁ–কে ধমক কেন্দ্রীয় নেতৃত্বের‌ -আজকাল
  • প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর র‍্যালিতে এখনই স্থগিতাদেশ নয়! সুপ্রিম কোর্টে ধাক্কা কেন্দ্রের-সংবাদ প্রতিদিন

শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. কক্সবাজার জেলার শত কোটি টাকার মালিক পাওয়ার আলীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। মানবজমিনের এ খবরটি নিশ্চয় আপনার নজরে এসেছে। কী বলবেন আপনি?

২. মধ্যপ্রাচ্যে আবারো বি-৫২ বোমারু বিমানের টহল দিয়েছে আমেরিকা। দেশটি বলেছে, আঞ্চলিক নিরাপত্তা রক্ষার দায়িত্বানুভূতি থেকে বি-৫২ বিমানের এই টহল। আপনার মন্তব্য কী?

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

ডোনাল্ড ট্রাম্প

বিশ্বের দৃষ্টি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। ২০ জানুয়ারি জো বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা। এরমধ্যে আবার ১ জন নিহত হওয়ার খবর দিয়েছে ইত্তেফাক। খবরে বলো হয়েছে, বাইডেনের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থান নেওয়ার পরও যুক্তরাষ্ট্রের পৃথক দুই স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত আরও অনেকে। রবিবার দেশটির অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে ঘটেছে এই ঘটনা।

কেউ কথা রাখেনি

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, ট্রাম্পকে ‘পাত্তা’ দিলো না সামরিক বাহিনী। বিস্তারিত খবরে বলা হয়েছে, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি দেশটির সামরিক বাহিনী। সিএনএনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প চেয়েছিলেন বাইডেনের শপথের কিছুক্ষণ আগে তাকে যেন সামরিক বাহিনী মহড়ার মাধ্যমে সম্মানজনক বিদায় দেয়, যেখানে তার হাজার হাজার সমর্থক উপস্থিত থাকবে।

প্রতিরক্ষা দফতর পেন্টাগনের দুইজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, পেন্টাগন এ ধরনের আয়োজনে অংশ নেবে না।

এদিকে, আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে কড়া সতর্কতা নেওয়া হয়েছে। দেশটির ৫০টি রাজ্যের রাজধানীতে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র বিক্ষোভ হওয়ার শঙ্কায় মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তা রক্ষী।

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আত্মহত্যা-সমকাল

কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে আসমা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার পশ্চিম মাঝিগাছা গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে নেওয়া ক্ষুদ্রঋণের টাকা দিতে না পারায় আসমা বেগম আত্মহত্যা করেছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে। মারা যাওয়া আসমা বেগম ওই গ্রামের রিকশাচালক স্বপন মিয়ার স্ত্রী।

মৃতের বড় ছেলে সাইফুল ইসলাম জানান, তারা দুই ভাই, এক বোন। বাবা রিকশা চালান। বাবার সীমিত আয়ে পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল। এক পর্যায়ে তাদের তার মা প্রত্যয়, আশা ও ব্রাক এনজিও থেকে ঋণ নেন। ওই ঋণের জন্য প্রতি সোমবার তাকে ২৫০০ টাকা ও প্রতি মাসে ১০ হাজার টাকা কিস্তি দিতে হচ্ছিল। সোমবার কিস্তি দেওয়ার কথা ছিল। কিন্তু রোববার রাত পর্যন্ত চেষ্টা করেও কিস্তির টাকা জোগাড় করতে পারেননি মা। এ কারণে সোমবার ভোরে সবার অজান্তে রান্নাঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল হক বলেন, ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

‘লাকি’ নন্দীগ্রামে প্রার্থী এবার তিনিই, মাস্টারস্ট্রোক মমতার-দৈনিক আনন্দবাজার পত্রিকা

তেখালির মাঠে সোমবার সভা। শুভেন্দু অধিকারীর গড়ে সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধিকারী পরিবারের উপস্থিতি ছাড়া এই প্রথম নন্দীগ্রামের মাটিতে সভা করবেন মমতা। শুভেন্দু অধিকারীর দল বদলের পর এ যেন এক নতুন শক্তি পরীক্ষায় নামতে চলেছেন তৃণমূল নেত্রী।‘আমি যদি নন্দীগ্রামে ভোটে দাঁড়াই, কেমন হয়?’ মমতার ঘোষণা। নন্দীগ্রাম থেকেই ২০২১-এ জেতার পালা শুরু হল’,বললেন মমতা। ‌‘নন্দীগ্রামের শহিদদের কোনওদিন ভুলিনি, ভুলব না। অত্যাচার, অনাচারকে সহ্য করে যেভাবে আপনার আন্দোলন করেছিলেন, তার কোনও তুলনা হয় না।’ বললেন মমতা।‘আমি বেঁচে থাকতে বাংলাকে বিক্রি করতে দেব না’, মমতার কড়া সুর। দরকার হলে আবার কৃষক আন্দোলনে আমরা অংশ নেবো। বিজেপি ফসল চুরি করার চেষ্টা করছে, বললেন মমতা। সারা ভারতের কৃষক আন্দোলনকে আমরা সমর্থন করছি। নন্দীগ্রামের সঙ্গে আমার আত্মার টান। রক্তস্নাত সেই দিনগুলির কথা ভুলতে পারিনি, বললেন মমতা।

প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর র‍্যালিতে এখনই স্থগিতাদেশ নয়! সুপ্রিম কোর্টে ধাক্কা কেন্দ্রের-সংবাদ প্রতিদিন

কৃষক বিক্ষোভ ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র। প্রজাতন্ত্র দিবসে কৃষকদের প্রস্তাবিত ট্রাক্টর র‍্যালি নিয়ে কোনও নির্দেশিকা দিল না সুপ্রিম কোর্ট। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে আগামী ২৬ জানুয়ারি প্রস্তাবিত ওই ট্রাক্টর র‍্যালিতে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল দিল্লি পুলিশ। কিন্তু সুপ্রিম কোর্ট এ বিষয়ে কোনও সিদ্ধান্ত জানাল না। বরং, আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলানোর দায় দিল্লি পুলিশের উপর ছেড়ে দিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী বুধবার। আদালতের এই সিদ্ধান্ত কেন্দ্রের জন্য বড় ধাক্কা হতে পারে। কারণ, এর ফলে কৃষকদের এই বিক্ষোভ আটকানোর ব্যবস্থা করতে হবে কেন্দ্রকেই। আবার প্রজাতন্ত্র দিবসে কৃষকদের উপর লাঠিচার্জ বা কাঁদানে গ্যাস ছোঁড়া হলেও বিশ্ববাসীর উদ্দেশে খারাপ বার্তা যাবে।কেন্দ্র মনে করছে, প্রজাতন্ত্র দিবসে কৃষকদের এই র‍্যালি আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ