৫ লাখ ৩০ হাজার দ্বৈত ভোটার শনাক্ত, ইসির গাফিলতিসহ ১০ কারণ চিহ্নিত
প্রিয় পাঠক/শ্রোতা! ১ এপ্রিল বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- করোনার প্রথম ধাপের মতো সবকিছু নিয়ন্ত্রণের আওতায় আনা হতে পারে- প্রধানমন্ত্রী- বাংলাদেশ প্রতিদিন
- চট্টগ্রাম মহানগর-গণপরিবহনে ভাড়া নৈরাজ্য আছে অতিরিক্ত যাত্রীও -কালের কণ্ঠসড়কে
- যাত্রীদের দুর্ভোগ চরমে: স্বাস্থ্যবিধি লঙ্ঘনের হিড়িক –যুগান্তর
- হেফাজতের হামলা ঢাকাসহ ৯ জেলায় ৪৩ মামলা ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলা, গ্রেফতার২১-ইত্তেফাক
- করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে জনগণের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা–প্রথম আলো
- ৩৯ দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা-মানবজমিন
- সরজমিন ব্রাহ্মণবাড়িয়া -দায় নিচ্ছে না কেউ– মানবজমিন
- ছোটদের উপবৃত্তিতে বড় ডাকাতি-এক জেলাতেই হাতানো হয়েছে অন্তত ১০ কোটি টাকা। আরও অনেক স্থানে প্রতারণা-সমকাল -সমকাল
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- ‘নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, গণতন্ত্র নিয়ে চিন্তিত’, দু’ঘণ্টা পর বুথ থেকে বেরিয়ে বললেন মমতা-আনন্দবাজার পত্রিকা
- মে মাসে সংসদ অভিযান কৃষকদের, ২৬ জানুয়ারির ‘শিক্ষায়’ এবার সাবধানী নেতৃত্ব-সংবাদ প্রতিদিন
- প্রথম দু’দফাতেই খেলা শেষ’, ২০০–র বেশি আসন পাওয়ার দাবি মোদি-আজকাল
শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। করোনা সম্পর্কিত খবর জাতীয় দৈনিকগুলোতে বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার প্রথম ধাপের মতো সবকিছু নিয়ন্ত্রণের আওতায় আনা হতে পারে। তিনি জনগণের সহায়াত চেয়েছেন। এদিকে করোনার কারণে সরকারি নির্দেশনা মেনে গণপরিবহন চলার ক্ষেত্রে বাস সংকটের কারণে সড়ক অবরোধ করে যাত্রীরা বিক্ষোভ করেছে।
এদিকে, বিশ্বের ৩৯ দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
হেফাজতের হামলা ঢাকাসহ ৯ জেলায় ৪৩ মামলা-ইত্তেফাক
হেফাজতে ইসলাম গত ২৬ ও ২৮ মার্চ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এ ঘটনায় ঢাকাসহ ৯ জেলায় গতকাল বুধবার পর্যন্ত ৪৩টি মামলা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের নামে গত কয়েক দিনে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। থানায় হামলা করে, সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে আগুন দেয়। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালায়। হরতালের নামে হেফাজতের কর্মীরা ব্রাহ্মণবাড়িয়া জুড়ে ধ্বংসযজ্ঞ চালায়। একপর্যায়ে তারা ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন পুড়িয়ে দেয়। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডবলীলা চালায়। তাদের এই তাণ্ডবের পেছনে জামায়াত-শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের শামিল থাকা ও সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা জানান, হেফাজতের সঙ্গে কতিপয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিদেশি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ফোনালাপ ও অর্থের লেনদেনের বিষয়টি তাদের নেটওয়ার্কে ধরা পড়েছে। এদের আইনের আওতায় আনা হবে। তাণ্ডবের সঙ্গে সংশ্লিষ্টদের আর ছাড় দেওয়া হবে না। রাষ্ট্র এত দুর্বল নয় যে কেউ যা কিছু করে চলে যাবে। এসব হতে দেওয়া হবে না। হরতাল ডেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা দেশ জুড়ে যে তাণ্ডব চালিয়েছেন, তাদের নির্দেশদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘হেফাজতের কর্মীরা হাটহাজারী থানা ও ডাকবাংলোয় আক্রমণ করে। ভূমি অফিস জ্বালিয়ে দেয়। যারা হামলা ও নাশকতা করেছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের নির্দেশদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
সরজমিন ব্রাহ্মণবাড়িয়া -দায় নিচ্ছে না কেউ-মানবজমিন
তিনদিনের নাশকতায় ব্রাহ্মণবাড়িয়া পর্যুদস্ত এক শহর। বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সরকারি-বেসরকারি স্থাপনা। হয়েছে প্রাণহানি। শহরজুড়ে এতকিছু হয়ে গেলেও এর দায় নিচ্ছে না কেউ। হেফাজতে ইসলামের দাবি তাদের কর্মসূচির সুযোগে তৃতীয় পক্ষ শহরে তাণ্ডব চালিয়েছে। নিজেদের দায় এড়িয়ে আওয়ামী লীগও তৃতীয় পক্ষের দিকে ইঙ্গিত করছে। তবে এই তৃতীয় পক্ষ কারা এটিই এখন বড় রহস্য হয়ে উঠেছে। আওয়ামী লীগের নেতারা অবশ্য বলছেন, বিএনপি-জামায়াতের লোকজন হেফাজতকে সামনে রেখে শহরে তাণ্ডব চালিয়েছে।
বিএনপি এই অভিযোগ প্রত্যাখ্যান করে উল্টো বলছে আওয়ামী লীগের দুই পক্ষের রেষারেষিতে ব্রাহ্মণবাড়িয়া ছারখার হয়েছে। হামলার ঘটনা ঘটেছে ক্ষমতাসীন দলের কয়েক নেতার বাড়িতেও। হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ জানিয়েছেন, তাদের নেতাকর্মীরা ভাঙচুর বা নাশকতা করেননি। তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন। পরিকল্পিতভাবে আওয়ামী লীগ এসব ঘটনা ঘটিয়েছে। এসব হামলায় কারা জড়িত তার প্রমাণ হিসেবে কিছু ভিডিওচিত্র ও ছবি সংগ্রহে রয়েছে বলে জানান তারা।
অন্যদিকে আওয়ামী লীগের দুটি গ্রুপ একে অন্যকে দায়ী করছেন। সঙ্গে বিএনপি, জামায়াত ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরও দায়ী করছেন তারা।
এ বিষয়ে পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করছে গোয়েন্দা সংস্থাগুলো। এসব হামলা, ভাঙচুরের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার করতে শুরু হয়েছে অভিযান।
৫ লাখ ৩০ হাজার দ্বৈত ভোটার শনাক্ত// ইসির গাফিলতিসহ ১০ কারণ চিহ্নিত-যুগান্তর
ভোটার তালিকা আইন সংশোধন করে দণ্ড বাড়ানোর সুপারিশ * ৮৬১ জন জীবিত মানুষ ভোটার তালিকায় ‘মৃত’
একই ব্যক্তির দুইবার ভোটার (দ্বৈত ভোটার) হওয়া বন্ধ করতে নির্বাচন কমিশনের (ইসি) যথাযথ পদক্ষেপ না নেওয়া, কর্মকর্তাদের গাফিলতি ও ব্যক্তির অসৎ উদ্দেশ্যসহ ১০ কারণ চিহ্নিত করা হয়েছে। এসব কারণের মধ্যে পাঁচটির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী ইসি। বাকি পাঁচটি কারণ দ্বৈত নাগরিক হওয়া ব্যক্তিদের নিজস্ব সমস্যা বা অসৎ উদ্দেশ্য। সম্প্রতি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের একটি কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে আঙুলের ছাপ শনাক্তের পদ্ধতি এএফআইএস শক্তিশালী করা, ভোটার তালিকা আইনে অপরাধ জামিন অযোগ্য ও দণ্ড বাড়ানো এবং সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। কমিশনের আজকের সভায় প্রতিবেদনটি উপস্থাপনের কথা। কমিশনের এ সভায় প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন, রাজনৈতিক দলের ৩৩ শতাংশ নারী নেতৃত্ব ২০২০ সালের মধ্যে অর্জনের বিষয়ে করণীয় নির্ধারণসহ কয়েকটি ইস্যুতে আলোচনা হওয়ার কথা। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ভোটার তালিকায় বর্তমানে ১১ কোটি ৭০ লাখ ২০ হাজার ৬৬৯ ভোটার রয়েছেন। এর মধ্যে পাঁচ লাখ ২৯ হাজার ৮০৬ জন দ্বৈত ভোটার হিসাবে চিহ্নিত করেছে ইসি। তাদের মধ্যে পাঁচ শতাধিক দ্বৈত ভোটারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অপর একটি সূত্র বলছে, সারাদেশে ৮৬১ জন নাগরিককে ভোটার তালিকায় মৃত দেখিয়ে তাদের জাতীয় পরিচয়পত্র সার্ভার থেকে মুছে দেওয়া হয়েছে। অথচ তারা জীবিত। সংশ্লিষ্টরা জানান, এ সংখ্যা বেশি হবে। প্রায় প্রতিদিনই জীবিত মানুষকে মৃত দেখানোর ঘটনায় ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের অফিসগুলোতে আবেদন জমা পড়ছে।
জানা গেছে, সম্প্রতি জাতীয় পরিচয়পত্র জালিয়াতি, একই ব্যক্তির একাধিকবার ভোটার হওয়া, রোহিঙ্গাদের ভোটার করাসহ বিভিন্ন অনিয়মের একাধিক ঘটনা প্রকাশের পর বিব্রতকর পরিস্থিতিতে পড়ে ইসি। ওইসব ঘটনায় কয়েকটি কমিটিও গঠন করা হয়। এর একটি হচ্ছে-দ্বৈত ভোটার হওয়ার কারণ ও বন্ধের সুপারিশ সংক্রান্ত কমিটি। জাতীয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. নুরুজ্জামান তালুকদারকে প্রধান করে গঠিত কমিটি রিপোর্ট জমা দিয়েছে।
এতে দ্বৈত ভোটার হওয়ার ১০ কারণ চিহ্নিত করা হয়েছে। কারণগুলো হচ্ছে-অজ্ঞতা, ভোটার হিসাবে নিবন্ধনের পর জাতীয় পরিচয়পত্র মুদ্রণ ও বিতরণে দীর্ঘসূত্রতা অর্থাৎ এনআইডি কার্ড হাতে না পাওয়া এবং নিবন্ধনের রসিদ হারিয়ে যাওয়ার কারণে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে ভোটার তালিকায় তাদের তথ্য না থাকা বা তাৎক্ষণিক সহায়তা না পাওয়া।
সড়কে যাত্রীদের দুর্ভোগ চরমে: স্বাস্থ্যবিধি লঙ্ঘনের হিড়িক-যুগান্তর
এবার লঞ্চে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব * ১১ এপ্রিলের পর আন্তঃনগর ট্রেনের টিকিট বন্ধ, রাইডশেয়ারিংয়ের মোটরসাইকেলে যাত্রী বহন নিষিদ্ধ-দৈনিক যুগান্তর
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে বাস, লঞ্চ ও ট্রেনযাত্রায়। সরকার বাসের প্রতি দুই আসনে একজন বসার শর্তে ভাড়া বাড়িয়েছে ৬০ শতাংশ। বুধবার বাড়তি ওই ভাড়া আদায় করা হলেও রাজধানীর বেশিরভাগ বাসে দুই আসনে একজন যাত্রী বসানোর শর্ত মানেননি পরিবহণ শ্রমিকরা। অনেক বাসে দাঁড়িয়েও যাত্রী বহন করতে দেখা গেছে।
এ নিয়ে যাত্রীদের সঙ্গে অনেক স্থানে পরিবহণ শ্রমিকদের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটেছে। সরকারি বাস বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসির বাসে এ চিত্র বেশি দেখা গেছে। অনেক পরিবহণ শ্রমিক ও যাত্রীদের মুখে মাস্কও ছিল না। গাড়িতে জীবাণুনাশকও দেখা যায়নি। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার লঞ্চের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করতে যাচ্ছে নৌপরিবহণ মন্ত্রণালয়। এতে প্রথম শ্রেণির কেবিন যাত্রীদের ভাড়া বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে।
এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১১ এপ্রিলের পর ১০৪টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
এদিকে সরকারি-বেসরকারি অফিস খোলা রেখে এবং বাসের সংখ্যা না বাড়িয়ে যাত্রী পরিবহন ৫০ শতাংশ বিধান করায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিশেষ করে অফিস শুরু ও ছুটির সময়ে ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে চাকরিজীবীদের। গাড়ির সংকটে পড়েন যাত্রীরা। এর প্রতিবাদে রাজধানীর এয়ারপোর্ট সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন যাত্রীরা।
কুমিল্লায় বিয়ে বাড়িতে মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ২০-বাংলাদেশ প্রতিদিন
কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়েদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মারাত্মক আহত ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধববার দিবাগত রাত ১টার দিকে আবদুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আমির উল্লাহ জানান, দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিলো। সেখানে নাচ গানের আয়োজন ছিলো। নাচ-গানের অনুষ্ঠান দেখতে পাশের মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের কিছু ছেলে আসে। তারা আয়োজকদের বাড়ির মেয়েদের উত্ত্যক্ত করে বলে অভিযোগ উঠে। গুঞ্জর গ্রামের ছেলেদের সেখান থেকে বের করে দেয়া হয়। তারা পুনরায় আরও বেশি ছেলে নিয়ে প্রতিশোধ নিতে আসে। তাদের আবদুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে বাধা দিলে সেখানে দুইপক্ষের সংঘর্ষ হয়। আমরা দুইজনের মরদেহ উদ্ধার করেছি। আহতদের মধ্যে আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
‘নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, গণতন্ত্র নিয়ে চিন্তিত’, দু’ঘণ্টা পর বুথ থেকে বেরিয়ে বললেন মমতা-আনন্দবাজার পত্রিকা
প্রায় দু’ঘণ্টা পর বয়ালের বুথ থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী গিয়ে নিরাপদে বার করে আনল তাঁকে। ঘটনাস্থলে রয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরাও। রয়েছেন নন্দীগ্রাম থানার আধিকারিকরাও। মূল রাস্তা থেকে ওই বুথের দূরত্ব প্রায় দু’কিলোমিটার। হুইলচেয়ারে বসিয়েই নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। তার পর ফের গাড়িতে চেপেই রওনা দেবেন। তবে এর পর আর কোনও কেন্দ্রে যাবেন, নাকি রেয়াপাড়ার বাড়িতে ফিরবেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এখনও এলাকায় উত্তেজনা রয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ ও র্যাফ।
ছাপ্পাভোটের অভিযোগ ঘিরে সকাল থেকেই ধুন্ধুমার পরিস্থিতি নন্দীগ্রামের বয়ালে। পরিস্থিতি তদারকি করতে দুপুর সওয়া ১টা নাগাদ রেয়াপাড়ার অস্থায়ী বাড়ি থেকে বয়াল মক্তব প্রাথমিক বিদ্যালয়ের ৭ নম্বর বুথের উদ্দেশে রওনা দেন মমতা। বয়ালে পৌঁছে হুইলচেয়ারে চেপেই গ্রামের ভিতরে ঢোকেন মমতা। রাস্তায় তাঁকে ছেঁকে ধরেন তৃণমূল সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা। অভিযোগ করেন, বুথের দখল নিয়েছে বিজেপি। অবাধে ছাপ্পাভোট করে যাচ্ছে তারা। তৃণমূলের এজেন্টকে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। তাদের রুখতে কেন্দ্রীয় বাহিনী কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
এর পরই সোজা ওই বুথে পৌঁছে যান মমতা। সেখানে তিনি পৌঁছতেই উত্তেজনা চরমে ওঠে। মমতাকে দেখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা।
গণতন্ত্র বাঁচিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে! নন্দীগ্রামের বয়ালকাণ্ডে টুইট রাজ্যপালের-আজকালের খবর
আর সংবাদ প্রতিদিন লিখেছে, ভোটের দিন কেন জনসভা করেন প্রধানমন্ত্রী?’, প্রশ্ন মমতার
প্রথম দু’দফাতেই খেলা শেষ’, ২০০–র বেশি আসন পাওয়ার দাবি মোদির-আজকাল
‘হটসিট’ নন্দীগ্রামে যখন ভোটগ্রহণ ঘিরে উত্তাল পরিস্থিতি পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল নেত্রী, সেই সময়েই জয়নগরে নির্বাচনী প্রচারে এসে তাঁর উদ্দেশে কড়া আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি। একুশের ভোটে ২০০–র বেশি আসন পাওয়ার দাবি করে ‘আত্মবিশ্বাসী’ মোদি বললেন, ‘প্রথম দু’দফাতেই খেলা শেষ তৃণমূলের’।
বৃহস্পতিবার দ্বিতীয় দফায় চার জেলার ৩০ আসনে ভোট গ্রহণ চলছে রাজ্যে। কিন্তু সকলের নজরে রয়েছে ‘বাংলার আন্দোলনভূমি’ নন্দীগ্রাম।
ভোটের কথা মনে পড়ে গেল নাকি?’ সুদের হার নিয়ে ভোলবদলের পরে নির্মলাকে কটাক্ষ প্রিয়াঙ্কার-সংবাদ প্রতিদিন
রাতারাতি অবস্থান বদলেছে কেন্দ্র। বুধবার রাতে কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০২১-২০২২ আর্থিক বছরে পিপিএফ (PPF) সঞ্চয়ে সুদের হার থাকবে ৬.৪ শতাংশ। স্বল্প সঞ্চয়ের (Savings Account) সুদের হারও কমার কথা বলা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, এখনই কমছে না স্বল্প সঞ্চয় ও পিপিএফের সুদের হার (Interest Rate)। বরং ২০২০-২০২১ আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকের সুদের হারই নতুন আর্থিক বছরের প্রথম তিনমাস অব্যাহত থাকবে। এইভাবে বিজ্ঞপ্তি প্রত্যাহারের পরে কেন্দ্রকে কটাক্ষ করছে বিরোধীরা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন থেকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সকলেই তোপ দেগেছেন কেন্দ্রের বিরুদ্ধে।
দেশের ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটপ্রক্রিয়া চলছে।
মে মাসে সংসদ অভিযান কৃষকদের, ২৬ জানুয়ারির ‘শিক্ষায়’ এবার সাবধানী নেতৃত্ব-সংবাদ প্রতিদিন
ট্রাক্টর মিছিলের পর সংসদ অভিযান। তবে সাধারণতন্ত্র দিবসের (Republic Day) গন্ডগোল থেকে শিক্ষা নিয়ে এবার পায়ে হেঁটে অভিযানের সিদ্ধান্ত নিলেন সংযুক্ত কিষান মোর্চার নেতারা। সাধারণতন্ত্র দিবসের পরই সংসদ (Parliament) অভিযানের ইঙ্গিত দেন কৃষক (Farmer) নেতারা। বলা হয়, কেন্দ্র বলেছে মাণ্ডির বাইরে শস্য বিক্রি করা যাবে। তাই তাঁরা সংসদে গিয়ে ফসল বিক্রি করবেন। এদিন আরও একবার সেই কর্মসূচিতে সিলমোহর দেন তাঁরা।
গত বাদল অধিবেশনে সংসদে পাস হওয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত বছরের ২৬ নভেম্বর থেকে দিল্লির বিভিন্ন সীমানায় আন্দোলন করছেন দেশের অন্নদাতারা।মে মাসের শুরুতেই তাঁরা সংসদ অভিযানে যাবেন বলে জানান কৃষক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা গুরনাম সিং চাঁদুনি। তিনি বলেন, “মে মাসের প্রথমার্ধেই আমরা সংসদ অভিযান করব। তবে দিন এখনও ঠিক হয়নি। যেহেতু এর সঙ্গে দিল্লির আইনশৃঙ্খলার বিষয়ও জড়িয়ে আছে, তাই সবদিক দেখেশুনেই আমরা সিদ্ধান্ত নেব।” একইসঙ্গে তিনি আরও বলেন, “সাধারণতন্ত্র দিবসের ঘটনা আমাদের শিক্ষা দিয়েছে। এবার তাই ট্রাক্টর নয়, পায়ে হেঁটে আমরা অভিযানে যাব। এবং শুধু কৃষকরা নয়। সঙ্গে থাকবেন শ্রমিক, দলিত, আদিবাসী, মহিলা থেকে শুরু করে ছাত্র-যুবরা।”#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।