মে ১৮, ২০২১ ০১:৩৮ Asia/Dhaka

দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার মতিউর রহমান চৌধুরী বলেছেন, গাজায় হামলা, শিশু হত্যা অমানবিক। দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা ডাবল স্টান্ডার্ড অবস্থানে আছে। রেডিও তেহরানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হয়ত একটা যুদ্ধ বিরতি হবে কিন্তু সমাধান এখন হবে না।

সাক্ষাৎকারটি গ্রহণ, উপস্থাপনা ও তৈরি করেছেন গাজী আবদুর রশীদ।

  • গাজা যুদ্ধ নেতানিয়াহুর ব্যক্তিগত স্বার্থে।
  • ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমারা ডাবল স্টান্ডার্ড অবস্থানে।
  • গাজা যুদ্ধ ইস্যুতে মুসলিম বিশ্বের কোনো বলিষ্ঠ ভূমিকা নেই,তারা একটা চক্রের মধ্যে ঢুকে পড়েছে।
  • যুদ্ধ চলছে, শিশুসহ মানুষ মরছে কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা যুদ্ধ বন্ধের কথা বলছে না। এটি অমানবিক।
  • মানুষ হত্যা করাটাই যেন এই যুদ্ধের অন্যতম লক্ষ্য।

রেডিও তেহরান: জনাব, জনাব মতিউর রহমান চৌধুরী, ফিলিস্তিনের গাজা জ্বলছে-অব্যাহত ইসরাইলি হামলায়, বোমা পড়ছে মরছে মানুষ। বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার হিসেবে আপনি ফিলিস্তিনের এ পরিস্থিতি সম্পর্কে কি বলবেন?

নেতনিয়াহু ব্যক্তি স্বার্থে গাজা যুদ্ধ করছে

মতিউর রহমান চৌধুরী: দুর্ভাগ্যজনক ঘটনা। এ যুদ্ধটা যতটা না ইসরাইলের প্রয়োজনে তার চেয়ে বেশি প্রয়োজন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু'র। এ যুদ্ধে তার ব্যক্তিগত প্রয়োজনটাই বেশি কারণ এখন তার জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেঁকেছে। বিশেষ করে করোনা পরিস্থিতির মধ্যে। সেই জনপ্রিয়তা ফিরিয়ে আনার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছে।

রেডিও তেহরান: আচ্ছা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের ভূমিকা সম্পর্কে কি বলবেন?

মতিউর রহমান চৌধুরী: আমি দেখছি যে, পশ্চিমা বিশ্ব ডাবল স্টান্ডার্ড  ভূমিকায় বরাবরের মতোই। তবে এবার জো বাইডেন প্রশাসনের কাছে সবাই আশা করেছিল আরও বলিষ্ট এবং মানবিক বিষয়টি আসবে। কিন্তু সেটি আসেনি। নিরাপত্তা পরিষদে চীনের একটি বক্তব্য বেশ গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। চীন বলেছে-ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আরও স্পষ্ট অবস্থান নিতে হবে। ইউরোপীয় ইউনিয়ন সব সময় সরব থাকে কিন্তু এবার তারা আগামীকাল একটি বৈঠকে মিলিত হয়ে সিদ্ধান্ত নেবে কি করা যায় না যায়!

গাজায় শিশু হত্যা অমানবিক

আপনি ঠিকই বলেছেন, গাজা জ্বলছে, মানুষ মরছে বিশেষ করে শিশুরা মারা যাচ্ছে। এমনকি সংবাদ মাধ্যম তাদের টার্গেটে পরিণত হয়েছে। আল-জাজিরা ও এপির অফিস গুড়িয়ে দেয়া হয়েছে। বলা হয়েছে এখানে নাকি হামাসের লোকজন ছিল। এটি একেবারে মিথ্যা কথা। এটি প্রমাণিত হয়নি।

রেডিও তেহরান: গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলা ও হত্যাযজ্ঞ নিয়ে মুসলিম বিশ্ব বিশেষ করে আরব বিশ্বের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন?

ওআইসি বিবৃতি সর্বস্ব একটি প্রতিষ্ঠান

মতিউর রহমান চৌধুরী: দেখুন, মুসলিম বিশ্ব কোনো বলিষ্ঠ ভূমিকা নিতে পারেনি। আরর বিশ্ব তো এরইমধ্যে একটা চক্রের মধ্যে ঢুকে পড়েছে। যে কারণে আরব বিশ্বের নেতাদের কাছ থেকে যেটা আশা করা গিয়েছিল সেটা পাওয়া পাওয়া যাবে না। তুরস্ক কেবল হুমকির মধ্যে সীমাবদ্ধ রেখেছে। কিন্তু অ্যাকশনে যায়নি। বাকি মুসলিম বিশ্বের দেশগুলো বিশেষ করে ওয়াইসির যে ভূমিকা থাকা উচিত ছিল তা দেখা যায়নি। বরাবরই এই প্রতিষ্ঠানটি একটি বিবৃতি সর্বস্ব সংগঠন। কোনো বিষয়ে জোরাল কোনো ভূমিকার উদাহরণ অতীতেও পাওয়া যায় নি বর্তমানেও না।

রেডিও তেহরান: জনাব মতিউর রহমান চৌধুরী আপনি-মুসলিম বিশ্ব, আরব বিশ্ব, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাবিশ্বের কথাও বললেন কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে- যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাবিশ্ব মানবাধিকারের কথা বলে আর জাতিসংঘ রয়েছে বিশ্বে কোথাও কোনো অশান্তি সৃষ্টি হলে তাদের কাছে গেলে তারা সমাধানের জন্য এগিয়ে আসবে, শান্তির উদ্যোগ নেবে কিন্তু ফিলিস্তিনের বর্তমান জলন্ত পরিস্থিতিতে জাতিসংঘ, আমেরিকা কিংবা পশ্চিমারা যারা মানবাধিকারের কথা বলে তাদের এই যে বর্তমান আচরণ-তাতে গাজায়  আপনি শান্তির আশার জায়াগা কি দেখছেন?

মতিউর রহমান চৌধুরী: দেখুন, লাগাতার ৭ দিনের বেশি সংঘর্ষ হচ্ছে। অথচ সংঘর্ষ থামছে না। আপনি যাদের কথা বললেন, যারা মানবাধিকারের কথা বলে তারা কিন্তু যুদ্ধ বিরতির কথা বলছে না। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন- নেতানিয়াহুর সাথে কথা বলেছেন, কথা বলেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে কিন্তু যুদ্ধ বিরতির কথা তিনি বলেন নি। বিষয়টি আসলে ধোঁয়াশার। তাদের এই আচরণ মানবিক নয়, এটি অমানবিক। গাজায় শিশুরা মারা যাচ্ছে। নির্বিচারে টার্গেট করা হচ্ছে। মানুষকে হত্যা করাটাই যেন এই যুদ্ধের অন্যতম লক্ষ্য। এটি খুবই দুর্ভাগ্যজনক।

রেডিও তেহরান: জ্বি জনাব মতিউর রহমান চৌধুর, আপনি রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক- আপনি নিকট ভবিষ্যতে গাজায় যুদ্ধ শেষ হওয়ার কিংবা মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে বলে মনে করছেন?

গাজায় ইহুদিবাদী ইসরাইলি হামলা

মতিউর রহমান চৌধুরী: জেরুজালেম পোস্টের একটি রিপোর্টের কথা তুলে ধরে বলতে চাই- সেখানে লেখা হয়েছে দীর্ঘমেয়াদি যুদ্ধ হলে হামাস জিতবে। অন্যদিকে সাময়িক যুদ্ধে হয়তো ইসরাইল জিততে পারে। তবে খুব তাড়াতাড়ি যে সেখানে যুদ্ধ বিরতি হবে বলে আমার মনে হয় না। তবে হয়ত একটা যুদ্ধ বিরতি হতে পারে কিন্তু সমাধান এখনই হবে না।

রেডিও তেহরান: তো জনাব মতিউর রহমান চৌধুরী গাজায় ইসরাইলি চলমান হামলা এবং বিশ্বপরিস্থিতি নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ।

মতিউর রহমান চৌধুরী: ধন্যবাদ আপনাকেও।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৮

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।