জুন ০৩, ২০২১ ১৫:৫৩ Asia/Dhaka
  • নেতানিয়াহু
    নেতানিয়াহু

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরানোর লক্ষ্যে একটি নয়া সরকার গঠন করতে যাচ্ছে সেখানকার কয়েকটি রাজনৈতিক দল।

নতুন জোট সরকার গঠনে শরিক দলগুলোর সঙ্গে একটি সমঝোতায় উপনীত হওয়ার প্রেসিডেন্ট রুবেন রিভলিনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন মধ্যপন্থী ইয়েশ আতিদ দলের নেতা ইয়ায়ের লাপিদ।

নতুন সরকার গঠনে মতৈক্যে পৌঁছাতে বেঁধে দেওয়া সময়সীমা বুধবার মধ্যরাত পেরুনোর মাত্র ৩৫ মিনিট আগে প্রেসিডেন্টকে ইমেইল করেন লাপিদ। শরিকদের সঙ্গে সমঝোতা অনুযায়ী লাপিদের জোটের প্রধন শরিক উগ্র জাতীয়তাবাদী ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট প্রথমে দু’বছরের জন্য জোট সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন।

এরপর পালাবদল হয়ে প্রধানমন্ত্রী হবেন লাপিদ। তাদের এই জোট সরকারে বেশ কিছু ছোট ও মাঝারি দলও শরিক হচ্ছে।  লাপিদ নির্ধারিত সময়ের মধ্যে একটি জোট গঠন করতে সক্ষম হলেও তার নতুন সরকারকে পার্লামেন্টে আস্থা ভোটে জিততে হবে। তবেই নতুন সরকার শপথ গ্রহণ করতে পারবে।

ইসরাইলে গত ২৩ মার্চের পার্লামেন্ট নির্বাচনে কেউ সরকার গঠন করার জন্য যথেষ্ট আসন না পাওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়। গত দুই বছরে এটি ছিল চতুর্থ পার্লামেন্ট নির্বাচন। দীর্ঘ ১২ বছর ধরে ইসরাইলের ক্ষমতায় রয়েছে নেতানিয়াহু। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা এখনও চলছে।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ