এপ্রিল ২৫, ২০২৪ ১১:৩১ Asia/Dhaka
  • মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি
    মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি

মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বাধা। ফলে তার পদত্যাগ করা উচিত। আয়ারল্যান্ড সফরকালে রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি রেডিও চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে পেলোসি একথা বলেন। 

গত ৭ অক্টোবর গাজা থেকে হামাস যোদ্ধাদের চালানো অভিযানের জবাবে দখলদার ইসরাইল সরকার যে নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে তার সমালোচনা করেন ন্যান্সি পেলোসি। তিনি বলেন,আমরা ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে স্বীকার করি কিন্তু নেতানিয়াহু যে নীতি অনুসরণ করছেন তা ভয়াবহ আমরা এই নীতিকে প্রত্যাখ্যান করছি। গাজায় তিনি যা করছেন তার চেয়ে আর খারাপ কী হতে পারে

মার্কিন সাবেক স্পিকার সুস্পষ্ট করে বলেন, নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত, স্বাভাবিকভাবে তিনিই দায়ী।শান্তির পথে নেতানিয়াহু বাধা সৃষ্টি করেছেন কিনা এমন এক প্রশ্নের জবাবে পেলোসি বলেন, তিনি গত কয়েক বছর ধরে এই বাধা সৃষ্টি করে আসছেন। আমি জানি না ইসরাইলি নেতারা কেন শান্তিকে ভয় পান, নাকি তিনি শান্তি চান না।

নেতানিয়াহুর দিকে আঙুল তোলার আগে ন্যান্সি পেলোসি ইসরাইলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভার পদত্যাগের কথা উল্লেখ করেন। হামাস যোদ্ধাদের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে তিনি মঙ্গলবার পদত্যাগ করেন।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

ট্যাগ