কুসিক নির্বাচন স্বচ্ছ হয়েছে- তথ্যমন্ত্রী : ফল পাল্টে দেওয়ার অভিযোগ সাক্কুর
https://parstoday.ir/bn/news/bangladesh-i109324
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন স্বচ্ছ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সুন্দর ভোট আয়োজনের নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়েছেন তিনি।
(last modified 2025-07-24T06:12:35+00:00 )
জুন ১৬, ২০২২ ১৭:৫১ Asia/Dhaka

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন স্বচ্ছ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সুন্দর ভোট আয়োজনের নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে মন্ত্রী সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দীর্ঘ দিন পর আওয়ামী লীগের মেয়র এখানে জয়লাভ করেছেন। সুন্দর নির্বাচনের জন্য কমিশনকে ধন্যবাদ জানাই। সব প্রার্থী বলেছে স্বচ্ছ নির্বাচন হয়েছে। পুরোটা সময় নির্বাচন কমিশন আমাদের প্রার্থীর ওপর নজরদারি বেশি করেছে।

এদিকে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণার পর গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বলেছেন, নির্বাচনের ফলাফল কে মানল আর কে মানল না তাতে কিছু যায় আসে না; ফল যা হয়েছে সেটিই সঠিক।

এর আগে বুধবার (১৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী জেলা শিল্পকলা একাডেমিতে কুসিকের ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য তিন প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে ২৯ হাজার ৯৯, রাশেদুল ইসলাম হাতপাখায় তিন হাজার ৪০ ও কামরুল আহসান বাবুল হরিণ প্রতীকে দুই হাজার ৩২৯ ভোট পেয়েছেন।

মনিরুল হক সাক্কু

এ দিন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে মনিরুল হক সাক্কু বলেন, ‘আমার হিসাবে ৯৮০ ভোটে এগিয়ে ছিলাম। শেষ মুহূর্তে ফল পাল্টে দেওয়া হয়েছে। ষড়যন্ত্র করে আমাকে হারানো হয়েছে। ভোট পুনরায় গণনার জন্য আমি আদালতে রিট করবো, আইনি ব্যবস্থা নেব।’

কুমিল্লা নির্বাচন প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেছেন, নির্বাচনে যে সব আভিযোগ উঠেছে তা দূর করা গেলে নতুন নির্বাচন কমিশনের জন্য এবারের নির্বাচন আরো বেশী কৃতিত্বের হতে পারত।

এর আগে, গতকাল অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশনসহ পাঁচটি পৌরসভা ও ১৭৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (১৫ জুন) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের জানান, ভোটারদের তেমন কোনো অভিযোগ করতে একেবারেই শুনিনি। তবে ক্ষেত্রবিশেষে কোনো একজন–দুজন ভোটার বলেছেন, তাঁদের অসুবিধা হচ্ছিল।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম) ভোট ভালোভাবেই হয়েছে দাবি করে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, তবে কেউ কেউ বলেছেন, তাঁদের একটু অসুবিধা হয়েছে। আমরা লক্ষ করেছি, যাঁরা একটু বয়োবৃদ্ধ, তাঁদের কারও কারও একটু অসুবিধা হয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।