রেডিও তেহরান ফেসবুক কুইজ প্রতিযোগিতার ১৩তম পর্বে বিজয়ীর নাম ঘোষণা
https://parstoday.ir/bn/news/bangladesh-i125398
রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত ফেসবুক কুইজ প্রতিযোগিতা-২০২৩-এর ১৩তম পর্বে মোট ১৫৮ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সঠিক উত্তর দিয়েছেন ৬৩ জন। উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন বাংলাদেশের নওগাঁ, সান্তাহার এর প্রতিযোগী খোন্দকার রফিকুল ইসলাম।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ১১, ২০২৩ ১৬:২৭ Asia/Dhaka
  • রেডিও তেহরান ফেসবুক কুইজ প্রতিযোগিতার ১৩তম পর্বে বিজয়ীর নাম ঘোষণা

রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত ফেসবুক কুইজ প্রতিযোগিতা-২০২৩-এর ১৩তম পর্বে মোট ১৫৮ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সঠিক উত্তর দিয়েছেন ৬৩ জন। উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন বাংলাদেশের নওগাঁ, সান্তাহার এর প্রতিযোগী খোন্দকার রফিকুল ইসলাম।

বিজয়ী বন্ধুকে অভিনন্দন আর অংশগ্রহণকারী সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আশা করি আগামী পর্বেও অংশগ্রহণ করতে ভুলবেন না। আর হ্যাঁ, সকল শর্ত পূরণে যত্নশীল হবেন। কারণ এই পর্বেও অনেকেই সঠিক উত্তর দিলেও নিজ টাইমলাইনে কুইজের লিংকটি শেয়ার করাসহ সব শর্ত পূরণ করেনি। আর সঠিক উত্তরের জন্যে অবশ্যই পার্স টুডে এর ওয়েব সাইটের সহায়তা নেবেন।

কুইজের উত্তরটি মিলিয়ে নিন,-
প্রশ্ন: বর্তমানে ইরান প্রতিদিন গড়ে কত লাখ ব্যারেল তেল রপ্তানি করছে?
উত্তর: প্রায় বিশ লাখ ব্যারেল।

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।