ইসলাম অবমাননার অভিযোগে বাংলাদেশে দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা: জড়িতদের শাস্তি দাবি
(last modified Wed, 04 Nov 2020 10:40:35 GMT )
নভেম্বর ০৪, ২০২০ ১৬:৪০ Asia/Dhaka

ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে বাংলাদেশে প্রতিবাদ বিক্ষোভের মাঝে ধর্ম অবমাননার অভিযোগে লালমনিরহাটে একজন মুসলিম যুবককে পুড়িয়ে হত্যা এবং কুমিল্লায় হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আর এ নিয়ে দেশি-বিদেশি মহল থেকে অপপ্রচার শুরু হয়েছে যে, বাংলাদেশে মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে।

প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে: কাদের

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একটি মতলবি মহল উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। কোনো ধরনের অপপ্রচার ও গুজবে কান না দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।  

আজ (বুধবার) নিজ সরকারি বাসভবন থেকে এক সংবাদ সম্মেলনে উস্কানিমূলক কোনো কিছু দেখলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রাম এবং কুমিল্লার মুরাদনগরে দুইটি ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমাদের প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কেউ কারো ধর্মবিশ্বাস আঘাত করে বা কটাক্ষ করে পোস্ট দেওয়া প্রত্যাশিত নয়। এ ধরনের উস্কানিমূলক পোস্ট শাস্তিযোগ্য অপরাধ। আমি অনুরোধ করবো কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।

ওবায়দুল কাদের 

'ধর্মীয় কারণে কোনও সহিংসতা বাংলাদেশ সমর্থন করে না'

এর আগে ফ্রান্স ইস্যুতে সব পক্ষকে সংযত থাকার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান, ফ্রান্সে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিন্দনীয়। তবে ধর্মীয় কারণে কোনও সহিংসতা বাংলাদেশ সমর্থন করে না।

মঙ্গলবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র সচিব বলেন, “ধর্মীয় কারণে কোনও সহিংসতা বাংলাদেশ সমর্থন করে না। তবে আমরা একইসঙ্গে মনে করি যে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনও ধরনের উক্তি বাকস্বাধীনতার নামে বলার ক্ষেত্রে কিছু দায়িত্ব আছে। সেটিও আমরা স্মরণ করিয়ে দিতে চাই।”

পররাষ্ট্র সচিব আরো বলেন, “আমরা দেখেছি যে, ধর্মীয় অনুভূতির কারণে এখানে অনেকে প্রতিবাদ করেছেন। সেখানে ফ্রান্সকে বয়কট করতে বলা হচ্ছে। সুতরাং আমরা সবাইকে বলব ধৈর্য ধরার জন্য, সংযত হওয়ার জন্য। ধর্মীয় বিষয়গুলোকে অর্থনৈতিক ইস্যুর সঙ্গে গুলিয়ে না ফেলা হয়।”

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাদিয়া আরমান বলেছেন, স্বাধীনতা আর অধিকারের সীমালংঘন করার কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের প্রশাসন ও পুলিশ যথাসময় যথাযথ ভুমিকা পালন করলে লালমনিরহাট ও মুরাদনগরের ঘটনা ঘটত না।

কুমিল্লার মুরাদনগরে ১৪৪ ধারা প্রত্যাহার

ধর্ম অবমাননার অভিযোগ তুলে মাইকে প্রচার চালিয়ে লোকজনকে জড়ো করে কুমিল্লার মুরাদনগরের কোরবানপুর গ্রামে হিন্দুদের বাড়ি-ঘরে হামলা-অগ্নিসংযোগ হয়েছিল গত রোববার। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক বন কুমার শিবের বাড়িসহ  প্রতিবেশী হিন্দুদের আরও কয়েকটি বাড়িতে হামলা-লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ হামলার পর ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

আজ (বুধবার) কুমিল্লা জেলা পুলিশ সুপার জানিয়েছেন, এ হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি এখন শান্ত। আজ থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ, জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী সবারই অভিযোগ- পরিকল্পনা করেই এ ঘটনা ঘটানো হয়েছিল।

লালমনিরহাটে হত্যার ঘটনা গ্রেফতার ৫

এদিকে, লালমনিরহাটের বুড়িমারীতে শহীদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় ঘটেছে গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার)। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

তবে, এ হত্যাকাণ্ডের জন্য দায়ীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরসহ বিভিন্ন এলাকায় নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।

এদিকে একই দাবিতে প্রতিদিনই রংপুরে বিভিন্ন সংগঠনসহ জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন।

এছাড়াও কারমাইকেল কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আজ বেলা ১১টায় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শালবন মহল্লার সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। এ সময় এলাকার নারী, পুরুষ নির্বিশেষে সকলের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ করা হবে বলে জানা গেছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ