মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে ভারত
(last modified Sat, 11 May 2024 09:51:14 GMT )
মে ১১, ২০২৪ ১৫:৫১ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট মুইজ্জুর চাপে মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে ভারত
    প্রেসিডেন্ট মুইজ্জুর চাপে মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে ভারত

মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে ভারত। চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পর মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করতে ভারতকে চাপ দেন। এ নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে টানাপড়েন সৃষ্টি হয়। তবে, শেষ পর্যন্ত বেঁধে দেয়া সময়ের মধ্যেই সব সেনা প্রত্যাহার করে নিয়েছে নয়াদিল্লি।

গত বছর মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুইজ্জু। নির্বাচনী প্রচারণায় মালদ্বীপ থেকে ভারতীয় সেনা বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। দায়িত্ব নেয়ার পর সেনা সরিয়ে নিতে ভারতের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট মুইজ্জু। পর্যটনসমৃদ্ধ দ্বীপরাষ্ট্রটির সমুদ্রসীমায় বিমানের মাধ্যমে টহল দিতে সহযোগিতা করছিল ভারতীয় সেনারা।

নাম প্রকাশে অনিচ্ছুক মালদ্বীপের এক কর্মকর্তা জানান, ভারতের ২৭ সেনার তৃতীয় এবং সর্বশেষ দলটি গতকাল (শুক্রবার) মালদ্বীপ ছেড়ে যায়। দুই দেশের কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার ৫১ সেনার আরেকটি দল ভারতে ফিরে যায়। তবে দুই দেশের মধ্যে যাতে কূটনৈতিক সম্পর্কের অবনতি না হয় সেজন্য সচেষ্ট রয়েছে মালদ্বীপ।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব হামাসলেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ