বেলারুশ আন্তর্জাতিক সামরিক প্রদর্শনী: ৫০টি পণ্য নিয়ে ইরানের অংশগ্রহণ
https://parstoday.ir/bn/news/world-i149424-বেলারুশ_আন্তর্জাতিক_সামরিক_প্রদর্শনী_৫০টি_পণ্য_নিয়ে_ইরানের_অংশগ্রহণ
পার্সটুডে: বেলারুশে ১৩তম আন্তর্জাতিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রদর্শনী ৫০টি ইরানি প্রতিরক্ষা অর্জন উপস্থাপনের মাধ্যমে শুরু হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২২, ২০২৫ ১০:২১ Asia/Dhaka
  • বেলারুশ আন্তর্জাতিক সামরিক প্রদর্শনী: ৫০টি  পণ্য নিয়ে ইরানের অংশগ্রহণ

পার্সটুডে: বেলারুশে ১৩তম আন্তর্জাতিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রদর্শনী ৫০টি ইরানি প্রতিরক্ষা অর্জন উপস্থাপনের মাধ্যমে শুরু হয়েছে।

পার্সটুডে অনুসারে,বুধবার বেলারুশের অস্ত্র ও সামরিক সরঞ্জামের ১২ তম আন্তর্জাতিক প্রদর্শনী মিলেক্স-২০২৫ শিরোনামে শুরু হয়েছে এবং একইসঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে সামরিক-কারিগরি সহযোগিতা সংক্রান্ত ১১তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর একটি বাণী পাঠের মধ্য দিয়ে শুরু হয়। ।

চার দিন ব্যাপী অনুষ্ঠিত এই প্রদর্শনীতে মিনস্ক আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে বেলারুশিয়ান সামরিক-শিল্প কমপ্লেক্সের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশে তৈরি ৭৫০ টিরও বেশি নতুন সরঞ্জাম ও অস্ত্র প্রদর্শন করা হয়েছে।

এই প্রদর্শনীতে আয়োজক পাঁচটি দেশ হচ্ছে - রাশিয়া, চীন, ইরান, পাকিস্তান এবং ভারত - থেকে ১৫০টি কোম্পানি অংশগ্রহণ করছে। আয়োজকদের মতে বিশ্বের প্রায় ৩০টি দেশের ৫০ টিরও বেশি সরকারি প্রতিনিধিদল প্রদর্শনীটি পরিদর্শন করবেন।

বলা হচ্ছে যে এই প্রদর্শনীর বৃহত্তম প্যাভিলিয়নগুলোর মধ্যে একটি হল ইরানের যেখানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর সহায়তার সাথে সম্পর্কিত কোম্পানিগুলোর তৈরি ৫০ টিরও বেশি রকমের উৎপাদিত পণ্য প্রদর্শন করা হয়েছে।#

পার্সটুডে/এমবিএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।