ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাস কর্মীদের ওপর হামলা: নিহত ২, বেশ কয়েকজন আহত
https://parstoday.ir/bn/news/world-i149428-ওয়াশিংটনে_ইসরাইলি_দূতাবাস_কর্মীদের_ওপর_হামলা_নিহত_২_বেশ_কয়েকজন_আহত
পার্সটুডে: ওয়াশিংটন ডিসির ইহুদি জাদুঘরে আমেরিকান ইহুদি কমিটির আয়োজিত একটি অনুষ্ঠানের বাইরে গুলিবিদ্ধ হয়ে দুই ইসরাইলি কূটনীতিক নিহত হয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২২, ২০২৫ ১৩:১৪ Asia/Dhaka
  • ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাস কর্মীদের ওপর হামলা: নিহত ২, বেশ কয়েকজন আহত

পার্সটুডে: ওয়াশিংটন ডিসির ইহুদি জাদুঘরে আমেরিকান ইহুদি কমিটির আয়োজিত একটি অনুষ্ঠানের বাইরে গুলিবিদ্ধ হয়ে দুই ইসরাইলি কূটনীতিক নিহত হয়েছেন।

ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি বা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিন নয়েম বলেছেন, বুধবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির ইহুদি জাদুঘরের কাছে গুলিতে দুই ইসরাইলি দূতাবাস কর্মচারী নিহত হয়েছেন। প্রতিবেদন অনুসারে,এফবিআইয়ের সন্ত্রাসবাদ টাস্ক ফোর্স ঘটনার কারণ তদন্ত করছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বান্ডিও বলেছেন যে তিনি গুলিবিদ্ধ স্থান পরিদর্শন করেছেন। পুলিশের মতে, একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন শ্বেতাঙ্গ ব্যক্তির খোঁজ চলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনে দুই ইসরাইলি দূতাবাস কর্মচারীর হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন,  "যা ঘটেছে তা ছিল কাপুরুষোচিত এবং ইহুদি-বিরোধী সহিংসতার একটি নির্লজ্জ কাজ।"

এদিকে, ওয়াশিংটন পুলিশ প্রধান পামেলা স্মিথ বলেছেন, অনুষ্ঠানের আগে জাদুঘরের বাইরে ঘোরাফেরা করতে দেখা যাওয়া এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইলিনয়ের শিকাগোর বাসিন্দা ৩০ বছর বয়সী ইলিয়াস রদ্রিগেজ নামে পরিচিত সন্দেহভাজন ব্যক্তি হেফাজতে থাকাকালীস সময়ে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিয়েছিলেন বলেও জানান তিনি।

জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম "এক্স"-ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের কর্মীদের উপর গুলি চালানোর ঘটনাকে 'ইহুদি-বিরোধী সন্ত্রাসবাদের একটি দুর্নীতিগ্রস্ত কাজ" বলে বর্ণনা করেছেন।

গুলিতে একজন পুরুষ এবং একজন মহিলা নিহত হয়েছেন তবে এখনও আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। ইসরাইলি দূতাবাসের কর্মীসহ অন্যরা আহত হয়েছেন।

ইসরাইলি দূতাবাস এখনও বন্দুকধারী, ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দেয়নি। ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এ সম্পর্কে বলেন যে শাসকগোষ্ঠীর প্রতিনিধিরা সর্বদা ঝুঁকির মধ্যে থাকে এবং বিশেষ করে এই সময়কালে তারা আরও বেশি ঝুঁকির মধ্যে থাকে। তিনি আরও বলেন যে, ওয়াশিংটনে শাসকগোষ্ঠীর দূতাবাসের কর্মীদের উপর গুলি চালানোর কারণ সম্পর্কে তিনি আমেরিকান কর্মকর্তাদের সাথে কথা বলেছেন।

পার্সটুডে/এমবিএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।