ইরানের প্রেসিডেন্টের শাহাদাত: ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আজ (সোমবার) সকালে এক্স হ্যান্ডেলে এক শোক বার্তায় নরেন্দ্র মোদি বলেন, "ইরানের প্রেসিডেন্ট ড. সাইয়েদ ইব্রাহিম রায়িসির মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে তার অবদান সর্বদা স্মরণ করা হবে। তার পরিবার ও ইরানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই দুঃসময়ে ইরানের পাশে আছে ভারত।"
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি এবং তার পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে ভারত সরকার সারা দেশে আগামীকাল একদিনের শোক ঘোষণা করেছে।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি নিহত হওয়ায় পাকিস্তানে এক দিনের শোক ঘোষণা করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টকৃত এক বার্তায় শেহবাজ বলেন, "পাকিস্তান প্রেসিডেন্ট রায়িসি ও তার সঙ্গীদের প্রতি সম্মান এবং ভ্রাতৃপ্রতিম দেশ ইরানের প্রতি সংহতি জানানোর অংশ হিসেবে এক দিনের শোক পালন করবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে।"
তিনি আরো বলেন, "পাকিস্তান সরকার ও জনগণসহ আমি ইরানের এই অপূরণীয় ক্ষতির জন্য দেশটির প্রতি আমাদের গভীর শোক প্রকাশ করছি এবং সমবেদনা জানাচ্ছি।" ইরানের জনগণ প্রথাগতভাবে সাহসের সাথে এই ট্র্যাজেডি কাটিয়ে উঠবে বলে তিন আশা প্রকাশ করেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।