ইরানে মর্মান্তিক বিস্ফোরণ: সর্বোচ্চ নেতার শোক, পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান
https://parstoday.ir/bn/news/event-i148830-ইরানে_মর্মান্তিক_বিস্ফোরণ_সর্বোচ্চ_নেতার_শোক_পূর্ণাঙ্গ_তদন্তের_আহ্বান
ইরানের দক্ষিণাঞ্চলে শহীদ রাজায়ী বন্দরে মর্মান্তিক বিস্ফোরণে নিহতদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। একইসঙ্গে তিনি এই বেদনাদায়ক ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ২৮, ২০২৫ ১১:০৭ Asia/Dhaka
  • আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইরানের দক্ষিণাঞ্চলে শহীদ রাজায়ী বন্দরে মর্মান্তিক বিস্ফোরণে নিহতদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। একইসঙ্গে তিনি এই বেদনাদায়ক ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন।

গতকাল (রোববার) রাতে এক বার্তায় তিনি বলেন, শহীদ রাজায়ী বন্দরে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা দুঃখ ও উদ্বেগের সৃষ্টি করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় কোনও ধরনের অবহেলা রয়েছে কিনা তা চিহ্নিত করতে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নিরাপত্তা ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।   

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, তিক্ত ও ক্ষতিকারক ঘটনা প্রতিরোধের জন্য সকল কর্মকর্তাকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

আয়াতুল্লাহ খামেনেয়ী শহীদ রাজায়ী বন্দরে নিহতদের জন্য মহান আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা এবং নিহতদের শোকাহত পরিবারের জন্য ধৈর্য ও সান্ত্বনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

সর্বোচ্চ নেতা সেই সকল সহানুভূতিশীল ব্যক্তিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যারা প্রয়োজনের সময় আহতদের রক্তদান করতে প্রস্তুত ছিলেন।

গত শনিবার বন্দর আব্বাসে অবস্থিত কন্টেইনার বন্দরে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৪০ জন নিহত এবং ১,০০০ জনেরও বেশি আহত হন। এই মর্মান্তিক ঘটনার পর ইরান সরকার আজ (সোমবার) জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।#

পার্সটুডে/এমএআর/২৮