মে ২৩, ২০২৪ ১৮:২৭ Asia/Dhaka
  • মোহাম্মদ মোখবের ও বাশার আল-আসাদ
    মোহাম্মদ মোখবের ও বাশার আল-আসাদ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের প্রতিরোধ অক্ষ বিশেষ করে সিরিয়াকে পরিপূর্ণ সমর্থন দেয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। 

আজ (বৃহস্পতিবার) সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সাথে এক টেলিফোন আলাপে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং অন্যান্য কর্মকর্তার শাহাদাতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। 

ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর শাহাদাতের ঘটনায় সিরিয়া তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এছাড়া, দেশটির প্রধানমন্ত্রী গতকাল রাজধানী তেহরানে অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশ নেন। এজন্য মোহাম্মদ মোখবের সিরিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। 

ফোনালাপে প্রেসিডেন্ট মোখবের সিরিয়াকে কৌশলগত অংশীদার এবং অবিচল বন্ধু বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট আসাদের শোকবার্তা এবং তেহরানের নামাজে জানাজা অনুষ্ঠানে সিরিয়ার প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলের অংশগ্রহণ ইরানের জনগণের জন্য অনেক বড় সান্ত্বনার বিষয়। 

আজকের টেলিফোন আলাপে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতার কাছে ব্যক্তিগতভাবে শোক ও সমবেদনা প্রকাশের জন্য গভীরভাবে আগ্রহী এবং যত তাড়াতাড়ি সম্ভব তেহরান সফর করবেন। তিনি বলেন, আইআরজিসির সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির মতো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসিও মধ্যপ্রাচ্য অঞ্চলে বিরাট প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন যার স্মৃতি সিরিয়ার জনগণ ও সরকার কখনো ভুলবে না।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

 

ট্যাগ