মে ২৫, ২০২৪ ১১:৪২ Asia/Dhaka
  • রাফাহ আগ্রসন বন্ধে আইসিজের নির্দেশকে স্বাগত জানালো হামাস

অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে অবিলম্বে বর্বর আগ্রাসন বন্ধ করার জন্য আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে’র দেয়া নির্দেশকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। তবে পুরো গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন বন্ধের নির্দেশ না দেয়ায় জাতিসংঘ আদালতের সমালোচনা করেছে সংগঠনটি। 

গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে হামাস বলেছে, রাফাহ শহরে আগ্রাসন বন্ধের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালত ইহুদিবাদী ইসরাইলকে যে নির্দেশ দিয়েছে তাকে তারা স্বাগত জানায়। তবে গাজার বাকি অঞ্চলকে এই নির্দেশের আওতায় না আনার জন্য আইসিজে’র সমালোচনা করেছে হামাস। 

এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, আমরা আশা করেছিলাম আন্তর্জাতিক বিচার আদালত পুরো গাজা উপত্যকায় আমাদের জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধের নির্দেশ দেবে, এই নির্দেশ শুধুমাত্র রাফাহ শহরের জন্য কার্যকর হবে না। জাবালিয়া এবং অন্য অঞ্চলে যা ঘটছে তা রাফাহর চেয়ে কোন অংশেই কম অপরাধমূলক ও বিপজ্জনক নয়।

হামাস তাদের বিবৃতিতে আরো বলেছে, আইসিজের জারি করা নির্দেশ যাতে ইহুদিবাদী ইসরাইল মেনে চলে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের সমস্ত অঙ্গ-প্রতিষ্ঠানকে দখলদার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। 

এর আগে গতকাল দিনের প্রথম ভাগে আন্তর্জাতিক বিচার আদালত ইহুদিবাদী ইসরাইলকে অবিলম্বে রাফাহ শহরে আগ্রাসন বন্ধ করার নির্দেশ দেয়।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

ট্যাগ