মে ২৭, ২০২৪ ১০:৪৮ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে ইরান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিক্রি জারি

ইসলামী প্রজাতন্ত্র ইরান নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। জুন মাসের শেষ দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্ব আজারবাইজান প্রদেশে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান শহীদ হওয়ার এক সপ্তাহ পর এই প্রক্রিয়া শুরু হলো।

গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদ একটি ডিক্রি জারি করেছেন যাতে তিনি বিভিন্ন প্রদেশের গভর্নরকে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য তিন দিনের মধ্যে নিজ নিজ এলাকায় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।  ইরানের সংবিধানের ১৩১ নম্বর ধারায় বলা হয়েছে, প্রেসিডেন্টের মৃত্যু হলে অথবা তিনি দায়িত্ব পালন করতে অক্ষম হলে ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নতুন প্রেসিডেন্ট জনগণের ভোটে নির্বাচিত হবেন।

গত ১৯ মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকতা শহীদ হন। এর পরদিনই ইরান সরকার জরুরি বৈঠকে বসে এবং আগামী ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঠিক করে। গতকাল নির্বাচনী সদর দপ্তর ৩০ মে থেকে ৩ জুনের মধ্যে প্রার্থীদের রাম রেজিস্ট্রেশন করার সময়সীমা ঠিক করেছে।

ভোটগ্রহণের দুই সপ্তাহ আগে ইরানের অভিভাবক পরিষদ প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। আগামী ১২ জুন নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং ২৭ জুন পর্যন্ত তা চলবে।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ