জুন ২৬, ২০২৪ ০৯:৪০ Asia/Dhaka
  • হাকান ফিদান
    হাকান ফিদান

পার্সটুডে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সমালোচনা করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা ও বর্বর আগ্রাসন অব্যাহত রাখার ক্ষেত্রে সাইপ্রাস ইসরাইলের জন্য অপারেশন সেন্টারে পরিণত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভূমধ্যসাগরের এই দ্বীপ রাষ্ট্রটি ইহুদিবাদী ইসরাইলের আঞ্চলিক হঠকারিতায় নিজেকে জড়িয়ে ফেলছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তার দেশের হাবের-তুর্ক টেলিভিশন চ্যানেলকে একান্ত সাক্ষাৎকারে বলেন, “আমরা প্রায় সময়ই গোয়েন্দা প্রতিবেদনে দেখছি যে, দক্ষিণ সাইপ্রাসের গ্রিক সাইপ্রিয়ট প্রশাসন বাস্তবিকপক্ষে গাজায় অভিযান চালানোর একটি ঘাঁটি হিসেবে কাজ করছে।

হাকান ফিদান বলেন, যখন আপনি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অংশ হয়ে যাবেন তখন সেই যুদ্ধের আগুন আপনাকেও তাড়া করবে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যেহেতু আমরা একই অঞ্চলে বসবাস করি সেক্ষেত্রে এই যুদ্ধ আমাদেরকেও স্পর্শ করবে। এজন্য আমাদের পরামর্শ হচ্ছে- তারা যেন এই সংঘাত থেকে দূরে থাকে। 

পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত সাইপ্রাস দ্বীপ ১৯৭৪ সাল থেকে উত্তর ও দক্ষিণ সাইপ্রাস নামে বিভক্ত। দক্ষিণ সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও তাকে স্বীকৃতি দেয় না তুরস্ক। শুধুমাত্র উত্তর সাইপ্রাসকে তুরস্ক স্বীকৃতি দেয় যা কার্যত তুরস্কেরই অংশ। 

আংকারা অনেকদিন থেকেই অভিযোগ করে আসছে- দক্ষিণ সাইপ্রাস বা গ্রিক সাইপ্রিয়ট প্রশাসন সেখানে ব্রিটেনের দুটি সামরিক ঘাটি স্থাপনের অনুমতি দিয়েছে যার মাধ্যমে আমেরিকা ইহুদিবাদী ইসরাইলে অস্ত্র সরবরাহ করে থাকে।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ