ইরান ও তুরস্কের প্রেসিডেন্টদের টেলিফোন সংলাপ; উত্তেজনা পরিহারের ওপর জোর
-
রজব তাইয়্যেব এরদোগান ও মাসুদ পেজেশকিয়ান
পার্সটুডে : ইরান ও তুরস্কের প্রেসিডেন্টরা সমস্যার সমাধানে কূটনৈতিক, পারস্পরিক যোগাযোগভিত্তিক ও সংলাপনির্ভর পন্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আজ (শুক্রবার) এক টেলিফোন সংলাপে অঞ্চলের চলমান বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন। তারা সমস্যার সমাধানে কূটনৈতিক, সংলাপনির্ভর ও পারস্পরিক সহযোগিতাভিত্তিক পথ অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন এবং অঞ্চলে যেকোনো উসকানিমূলক, উত্তেজনাকর ও যুদ্ধোন্মুখ পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান।
পেজেশকিয়ান 'সম্মানজনক কূটনীতি' প্রসঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতিগত অবস্থানের কথা তুলে ধরে বলেন, ইরানের পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক আইন ও বিধিমালার কাঠামোর ভেতরে পরিচালিত হয় এবং তা সংলাপ, পারস্পরিক সম্মান, হুমকি ও বলপ্রয়োগের প্রত্যাখ্যান এবং উইন-উইন (দুই পক্ষের লাভ) নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, কার্যকর কূটনৈতিক ও সংলাপনির্ভর প্রক্রিয়া গড়ে তুলতে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। যেকোনো কূটনৈতিক উদ্যোগের সফলতার পূর্বশর্ত হলো- সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে সদিচ্ছার প্রমাণ দেওয়া এবং অঞ্চলে যুদ্ধোন্মুখ ও হুমকিমূলক তৎপরতা পরিহার করা।
ইরান ও তুরস্কের প্রেসিডেন্টরা আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব, স্থায়ী স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় অঞ্চলের দেশগুলোর গঠনমূলক ভূমিকা এবং উত্তেজনা কমানো ও সংকটের বিস্তার রোধে সংলাপভিত্তিক কাঠামো শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যেকোনো সমস্যার সমাধানে পারস্পরিক সহযোগিতা ও সংলাপের পথকেই সবসময় বেছে নেয়।
তিনি বলেন, আমরা কখনোই যুদ্ধ চাই না, তবে ইরান ও ইরানি জাতির ওপর যেকোনো আগ্রাসনের জবাব তাৎক্ষণিক ও দৃঢ়তার সঙ্গে দেওয়া হবে।
সংযুক্ত আরব আমিরাতের শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নিরাপত্তা নিশ্চিতকারী সমাধানে পৌঁছাতে গঠনমূলক কূটনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের জন্য প্রস্তুতি ও আগ্রহ প্রকাশ করেন।#
পার্সটুডে/এমএআর/৩০