ইরান-রাশিয়া সম্পর্কে ফাটল ধরাতে পারবে না পাশ্চাত্য: রুশ ডেপুটি স্পিকার
‘রাশিয়া-ইরান সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে চেয়েছিলেন রায়িসি’
-
পশ্চিমা দেশগুলো ইরান-রাশিয়া সম্পর্কে ফাটল ধরাতে পারবে না: রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ- ফেডারেল কাউন্সিলের ডেপুটি স্পিকার কনস্তান্তিন কোসাচেভ
পশ্চিমা দেশগুলো ইরান-রাশিয়া সম্পর্কে ফাটল ধরাতে পারবে না বলে প্রত্যয় জানিয়েছেন রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ- ফেডারেল কাউন্সিলের ডেপুটি স্পিকার কনস্তান্তিন কোসাচেভ।
তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও তার সফরসঙ্গীদের শাহাদাতের ঘটনায় মস্কোর ইরান দূতাবাসে রাখা শোক বইতে স্বাক্ষর করতে এসে এ মন্তব্য করেন। কোসাচেভ বলেন, তেহরানের সঙ্গে মস্কোর ঘনিষ্ঠ সম্পর্ক নস্যাৎ করার পশ্চিমা ষড়যন্ত্র নস্যাত হবে।
রাশিয়ার এই সিনিয়র কর্মকর্তা বলেন, ইরান ও রাশিয়ার জনগণের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান এবং দু’দেশ তাদের ঐক্যকে শক্তিশালী করতে বদ্ধপরিকর।
রুশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার আরো বলেন, বিগত কয়েক দশক ধরে পাশ্চাত্যের অবিরাম চাপের মুখে থাকা ইরান ও রাশিয়ার জনগণকে কাছাকাছি নিয়ে আসার কাজে প্রেসিডেন্ট রায়িসি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন। তবে রায়িসির অন্তর্ধানের কারণে ইরান ও রাশিয়ার মধ্যে স্থাপিত দৃঢ় বন্ধন নষ্ট হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
গত ১৯ মে ইরানের উত্তরাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় এক বেদনাদায়ক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রায়িসি ও তার আট সফরসঙ্গী শহীদ হন। রায়িসির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবের বর্তমানে ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। আগামী ২৮ জুন ইরানে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। #
পার্সটুডে/এমএমআই/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।