জুন ০৫, ২০২৪ ১৬:১৮ Asia/Dhaka
  • জো বাইডেন ও নেতানিয়াহু
    জো বাইডেন ও নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জনগণের একথা ভাবার সব রকমের কারণ রয়েছে যে, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য নেতানিয়াহু হামাসের সাথে যুদ্ধ দীর্ঘায়িত করতে চান। গতকাল (মঙ্গলবার) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

প্রেসিডেন্ট বাইডেনের সাক্ষাৎকার নেয়ার সময় টাইম ম্যাগাজিন জানতে চায় যে, “অনেকেই বলছেন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষা করার জন্য গাজা যুদ্ধ দীর্ঘায়িত করছেন- এই অভিযোগ সঠিক বলে আপনি মনে করেন কিনা। জবাবে বাইডেন বলেন, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। তবে লোকজনের জন্য এই রকম কথা বলার সব ধরনের কারণ রয়েছে।

পরে গতকাল বিকেলে হোয়াইট হাউজে বক্তৃতা দেয়ার পর একজন সাংবাদিক চিৎকার করে প্রেসিডেন্ট বাইডেনের কাছে জানতে চান, গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহু রাজনীতি করছেন কিনা।

টাইম ম্যাগাজিনকে সাথে দেয়া সাক্ষাৎকার ইসরাইলের সাথে আমেরিকার উত্তেজনা তৈরি করতে পারে -এমন চিন্তা থেকে পরিস্থিতি কিছুটা শান্ত করার জন্য জো বাইডেন বলেন, আমি তেমনটি মনে করি না। নেতানিয়াহু বড় সংকটের মধ্যে রয়েছেন তা থেকে বেরিয়ে আসার জন্য তিনি চেষ্টা করছেন। 

এদিকে, হামাসের হাতে বন্দি থাকা চার ইসরাইলি মারা গেছে বলে দখলদার সামরিক কর্তৃপক্ষ ঘোষণা দেয়ার পর তেল আবিব ও জেরুজালেমসহ বিভিন্ন শহরে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। এসব বিক্ষোভ মিছিল থেকে গাজায় বন্দিদের মুক্ত করার জন্য এই মুহূর্তে হামাসের সাথে চুক্তি করতে ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। 

বিক্ষোভকারীরা বলেছেন, নেতানিয়াহু শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য গাজা যুদ্ধ দীর্ঘায়িত করেছেন এবং তার নীতির কারণেই হামাসের হাতে বন্দি থাকা অবস্থায় লোকজন মারা যাচ্ছে। বন্দী বিনিময় এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে। 

পার্সটুডে/এসআইবি/এমএআর/৫

 

ট্যাগ