জুন ০৭, ২০২৪ ১৬:০১ Asia/Dhaka
  • ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

রাশিয়া বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ততদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতায় রাখবে যতদিন তিনি পাশ্চাত্যের স্বার্থ রক্ষা করেন। এরপর আমেরিকাই তাকে ছুড়ে ফেলে দেবে।

রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের অবকাশে ইসভেস্তিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি জেলেনস্কি সম্পর্কে যে মন্তব্য করেছেন সে সম্পর্কে এ সময় পেসকভকে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, “নিঃসন্দেহে জেলেনস্কিকে সময়মতো সরিয়ে দেয়া হবে।”

পুতিন সম্প্রতি এক বক্তব্যে বলেছিলেন, পশ্চিমারা এরইমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট পদে বসানোর জন্য কয়েকজনের নাম বিবেচনা করছে। একইসঙ্গে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের মেয়াদ ২০ মে শেষ হয়ে যাওয়ার পরও বেআইনিভাবে ক্ষমতায় থেকে যাওয়ার জন্য জেলনস্কিকে দায়ী করে বলেন, তিনি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে রেখেছেন।

জেলেনস্কি অবশ্য ইউক্রেনের একটি আইনের অজুহাত দেখিয়েছেন যেখানে জরুরি অবস্থা জারি থাকার সময় নির্বাচন অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের একটা হেস্তনেস্ত না হওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন।

তবে ইউক্রেনের সংবিধানে সামরিক আইন জারি থাকা অবস্থায় ক্ষমতা ধরে রাখার ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। এছাড়া, নির্বাচন করা যাবে না এমন সুস্পষ্ট কোনো কথাও দেশটির সংবিধানে নেই। #

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ