জুন ০৮, ২০২৪ ০৯:৩১ Asia/Dhaka

গাজায় ভয়াবহ গণহত্যা চালানো সত্ত্বেও ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে জর্দানের  সম্পর্ক স্বাভাবিক রাখার প্রতিবাদে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতি দিয়েছেন জর্দানের এক তরুণ।

শুক্রবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ক্লিপে দেখা যায়, জর্দানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আকাবা শহরের রাজপ্রাসাদের সামনে গায়ে আগুন দেয়ার এ ঘটনা ঘটে।  এ সময় জর্দানের একজন নিরাপত্তা রক্ষীকে আগুনে জ্বলতে থাকা ব্যক্তির ওপর গুলিবর্ষণ করতে দেখা যায়।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, গুরুতর দগ্ধ অবস্থায় ওই জর্দানি তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভিডিওটি শেয়ারকারীদের অন্যতম হলেন মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক লেখক ও সম্পাদক ড. স্যাম ইউসেফ। তিনি বলেন, জর্দানের তরুণ ইসরাইলের সঙ্গে রাজা আব্দুল্লাহর পক্ষ থেকে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপের প্রতিবাদ জানান।   

গাজা উপত্যকায় গত আট মাস ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইল ভয়াবহ গণহত্যা চালিয়ে গেলেও রাজা আব্দুল্লাহ এ ব্যাপারে কোনো টু শব্দ করেননি বরং এই গণহত্যায় তেল আবিবকে নানাভাবে সহযোগিতা করে যাচ্ছেন। 

কেউ কেউ এ ঘটনাকে ২০১১ সালে তিউনিশিয়ার ফল বিক্রেতা মোহাম্মাদ বুআজিজির আত্মহত্যার সঙ্গে তুলনা করেছেন। তিউনিশিয়ার পুলিশের হয়রানি ও বেকরত্বের প্রতিবাদে বুআজিজি নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছিলেন। তার আত্মহত্যার জের ধরে তিউনিশিয়ার তৎকালীন স্বৈরশাসকের পতন ঘটে এবং মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয় আরব বসন্ত।  

জর্দান ১৯৯৪ সালে স্বাক্ষরিত এক শান্তি চুক্তির ভিত্তিতে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। তবে জর্দানের জনগণ আজ পর্যন্ত ওই সম্পর্ক মেনে নিতে পারেননি। তারা প্রায়ই আম্মানস্থ ইসরাইলি দূতাবাসের সামনে সমবেত হয়ে তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে আসছেন। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ