বিপর্যয়ের মুখে ইসরাইল
সামরিক বাহিনী থেকে পদত্যাগ করলেন গাজা ডিভিশনের কমান্ডার রোজেনফেল্ড
-
গাজা ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফেল্ড
ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর প্রভাবশালী কমান্ডার এবং গাজা ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফেল্ড পদত্যাগ করেছেন।
গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরাইলের ভেতরে হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ইতিহাসের নজিরবিহীন অভিযান ঠেকাতে ব্যর্থতা দায় নিয়ে তিনি গতকাল (রোববার) পদত্যাগ করলেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লেখা পদত্যাগপত্রে জেনারেল রোজেনফিল্ড বলেছেন, “৭ অক্টোবর আমি আমার জীবনের মিশনে ব্যর্থ হয়েছি, গাজা সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সম্প্রদায়গুলোকে রক্ষা করতে পারিনি।”
আগামী কয়েকদিনের মধ্যে তার জায়গায় নতুন কোন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হবে বলে মনে করা হচ্ছে।
৭ অক্টোবরের বিপর্যয়ের পর এই নিয়ে ইসরাইলি সামরিক বাহিনী থেকে দুইজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা পদত্যাগ করলেন। এর আগে গত এপ্রিল মাসে ইসরাইলের সামরিক বাহিনীর গোয়েন্দা পরিচালক পদত্যাগ করেছিলেন।
রোজেনফেল্ড ইসরাইলের সেনাপ্রধান বরাবর লেখা পদত্যাগপত্রে বলেছেন, “গাজা ডিভিশনের কমান্ডারের পদ থেকে এবং ইসরাইলি সামরিক বাহিনী থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমি।”
তিনি বলেছেন, “প্রত্যেককে ৭ অক্টোবরের ব্যর্থতার দায় নিতে হবে; তার মধ্যে গাজা ডিভিশনের প্রধান হিসেবে আমি একজন দায়ী ব্যক্তি। তবে নতুন কোনো ব্যক্তি দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত তিনি গাজা ডিভিশনের প্রধান হিসেবে কাজ করবে।#
পার্সটুডে/এসআইবি/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।