জুন ১৮, ২০২৪ ০৯:৫৩ Asia/Dhaka
  • রাফাহায় সম্প্রতি হামাসের হামলায় নিহত ইসরাইলি সেনাদের একজনের কফিন ও ইনসেটে নিহত ওই দখলদার সেনার ছবি
    রাফাহায় সম্প্রতি হামাসের হামলায় নিহত ইসরাইলি সেনাদের একজনের কফিন ও ইনসেটে নিহত ওই দখলদার সেনার ছবি

গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় হামাসের সর্বশেষ হামলায় আট ইসরাইলি সেনার নিহত হওয়ার ঘটনায় প্রমাণিত হয়েছে, হামাসকে ধ্বংস করার যে ঘোষণা তেল আবিব দিয়েছে তা দিবাস্বপ্ন ছাড়া আর কিছু নয়। একথা বলেছেন, হামাসের প্রবাসী সিনিয়র নেতা সামি আবু জুহরি।

রাফা শহরে তাল আস-সুলতান এলাকায় শনিবার হামাসের আরপিজি হামলায় ইসরাইলের একটি অত্যাধুনিক সাঁজোয়া যানে আগুন ধরে যায়। এর ফলে ওই যানের আরোহী আট ইসরাইলি সেনা আগুনে দগ্ধ হয়ে ভবলীলা সাঙ্গ করে।

হামাসের এই পলিটব্যুরো নেতা আল-জাযিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, রাফায় চালানো ওই অভিযান ছিল ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ফিলিস্তিনি যোদ্ধাদের একটি কঠোর বার্তা যেখানে বলা হয়েছে, হামাসকে দুর্বল করার প্রচেষ্টা দিবাস্বপ্ন ছাড়া আর কিছু নয়।

ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাফায় আট ইসরাইলি সেনার নিহত হওয়ার ঘটনায় ‘গভীর সমবেদনা’ সমবেদনা জানান। তবে সেইসঙ্গে তিনি বলেন, গাজায় ইসরাইলের ঘোষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত হামলা চলবে।

গাজা যুদ্ধে ইসরাইলের ঘোষিত তিনটি লক্ষ্য হচ্ছে- হামাসকে ধ্বংস করা, গাজা থেকে ইহুদিবাদী পণবন্দিদের জীবিত উদ্ধার করা এবং গাজা থেকে যেন আর কোনোদিন ইসরাইলের জন্য হুমকি সৃষ্টি করা না হয় সে ব্যবস্থা করা।

এ সম্পর্কে সামি আবু জুহরি বলেন, নেতানিয়াহু গাজায় হামাসকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছেন এবং তিনি যত চেষ্টাই করুন না কেন তাকে পরাজিত হতেই হবে।#

পার্সটুডে/এমএমআই/১৬৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ