জুন ১৮, ২০২৪ ১০:১০ Asia/Dhaka
  • মোহাম্মাদ আলী আল-হুথি
    মোহাম্মাদ আলী আল-হুথি

ইয়েমেনে একটি মার্কিন-ইসরাইলি গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক ধ্বংস করে দেয়ার ব্যাপারে পশ্চিমা নেতারা যে মন্তব্য করেছেন তাকে পাশ্চাত্যের ‘দুর্বলতা ও নৈতিক দেউলিয়াত্বের’ প্রমাণ বলে মন্তব্য করেছে ইয়েমেন।

দেশটির সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মাদ আলী আল-হুথি সোমবার আল-মাসিরা টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমেরিকাহ আরো কয়েকটি পশ্চিম দেশ ইয়েমেনে একটি গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক ধরা পড়ার ব্যাপারে যে বক্তব্য দিয়েছে তা তাদের দুর্বলতা ও [নৈতিক] দেউলিয়াত্বের প্রমাণ।”

ইয়েমেনের সেনাবাহিনী গত সপ্তাহে দেশটিতে একটি মার্কিন-ইসরাইলি গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক গুঁড়িয়ে দেয়ার কথা ঘোষণা করে। ওই নেটওয়ার্কের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও এফবিআই, মার্কিন ত্রাণ সংস্থা ইউএসএআইডি এবং ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের জড়িত ছিল।

আল-মাসিরা জানায়, ২০১৫ সালে বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত মার্কিন দূতাবাস থেকে এই গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক পরিচালিত হতো। এরপর আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর ছদ্মাবরণে গুপ্তচরবৃত্তি ও নাশকতামূলক তৎপরতা চালিয়ে আসছিল এই নেটওয়ার্ক।

এ সম্পর্কে হুথি বলেন, “মার্কিনীরা তাদের গুপ্তচরবৃত্তির কাজে মানবিক সহায়তার কাজকে সুরক্ষা ঢাল হিসেবে ব্যবহার করছে। আর যেসব পশ্চিমা দেশ ইয়েমেনের সমালোচনা করেছে তারা তাদের দেশগুলোতে এ ধরনের নেটওয়ার্ক পরিচালিত হতে দেবে না।”

হুথি নেতা আরো বলেন, মার্কিন-ইসরাইলি গুপ্তচরবৃত্তির নেটওয়ার্কটি ইয়েমেনে যে অপরাধযজ্ঞ চালিয়েছে তার সুস্পষ্ট প্রমাণ হুথিদের কাছে রয়েছে। যেসব দেশ এ ধরনের নেটওয়ার্ক গড়ে তুলে অপর দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করতে রাজি নয় সেরকম কোনো দেশের কাছে আমরা ওই প্রমাণ হস্তান্তর করতে প্রস্তুত রয়েছি। #

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ