জুন ১৮, ২০২৪ ১০:২৩ Asia/Dhaka
  • গাজায় গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোর সম্মিলিত চাপ জরুরি: ইরান

গাজা উপত্যকার অসহায় ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইহুদিবাদী ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করার জন্য সকল মুসলিম দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তেহরান।

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী-বাকেরি কানি এ আহ্বান জানিয়ে বলেছেন, মুসলিম দেশগুলোর উচিত তেল আবিববের ওপর সম্মিলিত চাপ প্রয়োগ করা।

বাকেরি কানি তার আফগান সমকক্ষ আমির খান মুত্তাকির সঙ্গে এক ফোনালাপে এ আহ্বান জানান। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তান ও ইরানের দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদির পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।   

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম দেশগুলো ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির গঠনকাঠামোর আওতায় ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তিনি তেহরান-কাবুল সম্পর্কের প্রতি ইঙ্গিত করে বলেন, আফগানিস্তানের সামনে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার পাশাপাশি দেশটির অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ফোনালাপে আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলী বাকেরি-কানিকে অভিনন্দন জানান। তিনি দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে ‘ভালো’ আখ্যায়িত করে বলেন, এই সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য কাবুল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। #         

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ