জুন ১৮, ২০২৪ ১৫:১১ Asia/Dhaka
  • ন্যাটো সদস্য হতে হলে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে জিততে হবে 

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য হতে হলে ইউক্রেনকে অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে প্রথমে বিজয়ী হতে হবে। গতকাল (সোমবার) এক সংবাদ ব্রিফিংয়ে আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি একথা বলেছেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন ন্যাটোর ভেতরেই ইউক্রেনের ভবিষ্যৎ নিহিত তবে ন্যাটো জোটে যোগ দেয়ার আগে ইউক্রেনকে আরো অনেক কিছু করতে হবে। এ পর্যায়ে একজন সাংবাদিক জানতে চান, ন্যাটো জোটে যোগ দিতে হলে ইউক্রেনকে কী কী শর্ত পূরণ করতে হবে।

জবাবে জন কারবি বলেন, এ বিষয়ে ওয়াশিংটনের অবস্থান একেবারেই পরিষ্কার। প্রথমত, তাদেরকে এই যুদ্ধে বিজয়ী হতে হবে। ইউক্রেন যাতে বিজয়ী হতে পারে তা নিশ্চিত করার জন্য আমাদের পক্ষে যা সম্ভব তার সবই করছি। 

কারবি বলেন, যুদ্ধে বিজয়ী হওয়ার পরও ইউক্রেনের সাথে রাশিয়ার দীর্ঘ সীমান্ত থাকবে এবং তাদের সামনে বাস্তবেই নিরাপত্তার ঝুঁকি থাকবে। সেজন্য ওয়াশিংটন ইউক্রেনকে সামরিক শিল্প কারখানা এবং ঘাঁটি গড়ে তোলার ক্ষেত্রে সহায়তা করবে, যদিও দেশটিতে দুর্নীতি একটি বড় উদ্বেগে বিষয়।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ