জুন ১৮, ২০২৪ ১৫:১৬ Asia/Dhaka
  • হিজবুল্লাহর আরো এক ফিল্ড কমান্ডার শহীদ

​​​​​​​লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় তাদের একজন ফিল্ড কমান্ডার শহীদ হয়েছেন। ইসরাইল সীমান্তবর্তী দক্ষিণ লেবাননে গাড়িতে করে যাওয়ার সময় তিনি ইসরাইলি ড্রোন হামলার শিকার হন।

হিজবুল্লাহ আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে জানিয়েছে, মোহাম্মদ মোস্তফা আইয়ুব নামে এক ফিল্ড কমান্ডার ইসরাইলি ড্রোন হামলায় শহীদ হন। বিবৃতিতে বলা হয়েছে, মোস্তফা আইয়ুবের শাহাদাতের মধ্যদিয়ে ইহুদিবাদী ইসরাইল-বিরোধী লড়াই করতে গিয়ে হিজবুল্লাহর ৩৪৩ জন সদস্য এ পর্যন্ত শহীদ হলেন। 

এর আগে গতকাল দিনের প্রথম ভাগে ইহুদিবাদী ইসরিইলি বিমান থেকে আল-মায়েশ আল-জাবাল শহরে দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়এছাড়া, আরো কয়েকটি শহরে ইহুদিবাদী সেনারা আর্টিলারি শেল নিক্ষেপ করেছে।

গত ৭ অক্টোবর ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরু করার পর থেকে হিজবুল্লাহর যোদ্ধারা নিয়মিতভাবে ইসরাইলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছেফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং হামাস যোদ্ধাদের প্রতি সমর্থন জাগিয়ে হিজবুল্লাহ এই হামলা চালাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ