আল-মায়াদিন চ্যানেলকে আনসারুল্লাহ মুখপাত্র
ইয়েমেনের অপারেশন 'প্রতিরোধ অক্ষের উত্থানের' প্রমাণ
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে হুথি সমর্থিত সামরিক বাহিনীর অভিযান আঞ্চলিক প্রতিরোধ অক্ষের উত্থান ও ঐক্যের প্রমাণ বহন করে।
গতকাল (বৃহস্পতিবার) লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলের সাথে সাক্ষাৎকারে একথা বলেছেন আনসারুল্লাহ নেতা। তিনি বলেন, ইসরাইল-বিরোধী অপারেশনের মধ্যদিয়ে প্রমাণ হয়েছে যে, মধ্যপ্রাচ্যে কথা এবং কাজে সত্যিকার অর্থেই একটি প্রতিরোধের অক্ষ রয়েছে যা প্রয়োজনের সময় ঘুরে দাঁড়ায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
আব্দুস সালাম বলেন, ইসরাইলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইয়েমেনের সামরিক বাহিনী ঘৃণ্য সাম্প্রদায়িকতা দূর করার মতো গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করেছে। তিনি বলেন, “আমাদের নিজেদের এই কঠিন পরিস্থিতিতেও ফিলিস্তিনি জনগোষ্ঠীকে সত্যিকার অর্থে অগ্রাধিকার দেয়ার বিষয়টি ইয়েমেনের অবস্থান থেকে বাস্তব হয়ে ফুটে উঠেছে।”
আঞ্চলিক প্রতিরোধ অক্ষের শক্তি হিসেবে ইয়েমেনে, লেবানন এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে গাজা আগ্রাসনের পর থেকে অভিযান চালিয়ে আসছে। গত ৭ অক্টোবর ইসরাইল গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধ শুরু করে। এর প্রতিবাদে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগর এবং ভারত মহাসাগর দিয়ে চলাচলকারী ইসরাইল এবং তার মিত্রদের ইসরাইলমুখী জাহাজে হামলা চালিয়ে আসছে।
এ সম্পর্কে আব্দুস সালাম বলেন, ইয়েমেনের জনগণ গাজার পক্ষে পরিষ্কার এবং ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে। তারা যে অভিযান চালিয়েছে তাতে সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জিত হয়েছে বলেও মন্তব্য করেন আব্দুস সালাম।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/২১