বৈরুতের আকাশে হামলা চালানোর মহড়া দিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান: রিপোর্ট
(last modified Sun, 30 Jun 2024 06:01:32 GMT )
জুন ৩০, ২০২৪ ১২:০১ Asia/Dhaka
  • বৈরুতের আকাশে হামলা চালানোর মহড়া দিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান: রিপোর্ট

ইহুদিবাদী ইসরাইলের কিছু যুদ্ধবিমান লেবাননের রাজধানী বৈরুতের আকাশে হামলা চালানোর মহড়া দিয়েছে বলে খবর পাওয়া গেছে। তেলআবিব যখন লেবাননের বিরুদ্ধে ‘সর্বাত্মক’ যুদ্ধ চাপিয়ে দেয়ার হুমকি দিচ্ছে তখন এ খবর পাওয়া গেল।

টেলিগ্রাম-ভিত্তিক ফিলিস্তিনি নিউজ চ্যানেল- রেসিস্ট্যান্স নিউজ নেটওয়ার্ক বা আরএনএন জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমানগুলো আজ (রোববার) ভোরে বৈরুতের আকাশে টহল দিয়েছে। এটি বলেছে, এ সময় ইহুদিবাদী যুদ্ধবিমানগুলো প্রচণ্ড শব্দ সৃষ্টি করে এবং ক্ষতিহীন অগ্নিবোমা নিক্ষেপ করে বৈরুতের অধিবাসীদের মধ্যে ভীতি সৃষ্টি করার চেষ্টা করে।

বৈরুতের আকাশে এমন সময় এ ঘটনা ঘটল যখন ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা শুরু করার পাশাপাশি দক্ষিণ লেবাননেও আগ্রাসন চালায় ইহুদিবাদী ইসরাইল। লেবাননের হিজবুল্লাহ ইহুদিবাদীদের বিরুদ্ধে রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে তার জবাব দেয়।

এর ফলে গত বছরের অক্টোবর থেকে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে কার্যত যুদ্ধে লিপ্ত রয়েছে তেল আবিব।  সম্প্রতি হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইহুদিবাদী সরকার লেবাননকে ‘আরেকটি গাজায়’ পরিণত করার হুমকি দিয়েছে। 

চলতি মাসের গোড়ার দিকে ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা করে, তারা লেবাননে সর্বাত্মক হামলার বিষয়টি অনুমোদন করেছে। এর জবাবে হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদীরা সর্বাত্মক যুদ্ধ শুরু করলে হিজবুল্লাহ ইসরাইলের প্রতি ইঞ্চি ভূমিতে হামলা করবে এবং সংগঠনের যোদ্ধারা ইসরাইলে হামলা চালানোর ক্ষেত্রে কোনো নিয়মনীতির তোয়াক্কা করবে না। সাইয়্যেদ নাসরুল্লাহ আরো বলেন, যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা চিন্তা করবে তাদেরকে অনুতপ্ত হতে হবে। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/৩০