যুদ্ধের জন্য আরো ১০ হাজার সেনা চেয়েছে দখলদার বাহিনী 
(last modified Tue, 02 Jul 2024 08:49:04 GMT )
জুলাই ০২, ২০২৪ ১৪:৪৯ Asia/Dhaka
  • ইসরাইলি সেনা
    ইসরাইলি সেনা

ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে, গাজার চোরাবালিতে তারা আটকে গেছে এবং যুদ্ধের জন্য অনতিবিলম্বে হাজার হাজার সেনা প্রয়োজন। 

গতকাল (সোমবার) এক বিবৃতিতে ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, গাজায় যুদ্ধ করার জন্য নতুন করে ১০ হাজার সেনা প্রয়োজন। তিনি বলেন, সামরিক বাহিনী আল্ট্রা-অর্থোডক্স ইহুদি সম্প্রদায় থেকে ৪,৮০০ সেনা রিক্রুট করতে সক্ষম। 

দশকের পর দশক ইসরাইলের আল্ট্রা-অর্থোডক্স ইহুদি সম্প্রদায় যুদ্ধ-বিগ্রহে জড়ানো থেকে মুক্ত ছিল। কিন্তু গত সপ্তাহে ইসরাইলের সুপ্রিম কোর্ট সর্বসম্মতিক্রমে আদেশ দিয়েছে যে, এই সম্প্রদায়কেও যুদ্ধে যোগ দিতে হবে। 

এর আগে ইসরাইলের প্রধান ধর্মগুরু বা রাবাই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, আল্ট্রা-অর্থোডক্স ইহুদি সম্প্রদায়কে যুদ্ধে যোগ দেয়ার বিষয়ে আইন পাস করলে ইসরাইল ছেড়ে তারা চলে যাবে।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।