'হিজবুল্লাহর একজন কমান্ডারকে হত্যা করলে ইসরাইলের একজনের বেশি কমান্ডারের প্রাণ যাবে'
-
ইব্রাহিম আল মুসাভি
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সংসদীয় কমিটির সদস্য ইব্রাহিম আল মুসাভি বলেছেন, হিজবুল্লাহ'র কমান্ডারদের হত্যার বদলা হবে ভয়াবহ। হত্যাকাণ্ডের জবাব দিতে হিজবুল্লাহ পূর্ণ প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিতেই আমরা যুদ্ধ করছি এবং হিজবুল্লাহর একজন কমান্ডার হত্যা করা হলে তাদের ক্ষতি হবে এর চেয়ে বেশি। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, হিজবুল্লাহ'র একজন কমান্ডার নিহত হলে ইসরাইলের একাধিক কমাণ্ডারের প্রাণ যাবে।
সম্প্রতি ইসরাইলের বর্বর সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার হাজ আবু নামেহ শহীদ হওয়ার পর হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমির ইসরাইলি সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত ২০০ রকেট নিক্ষেপ করে। এর পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক ভর্তি ২০টি ড্রোন দিয়ে হামলা চালায়। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যাপক রকেট হামলায় এরিমধ্যে ইহুদিবাদী ইসরাইলের একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছে।
ইসরাইল গণমাধ্যম জানিয়েছে, নিহত সেনার নাম মেজর ইটাই গালেয়া। সে ইফতা রিজার্ভ আর্মড ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল। টাইম অফ ইসরাইল বলছে, হিজবুল্লাহর রকেটের সরাসরি আঘাতে এই মেজর মারা যায়।
ইসরাইলি গণমাধ্যম আরো বলছে, গত নয় মাসের মধ্যে গতকালই হিজবুল্লাহ সবচেয়ে বড় ধরনের রকেট অভিযান চালিয়েছে। এতে ইসরাইলের উত্তরাঞ্চলে বহু জায়গায় ব্যাপকভাবে আগুন ধরে যায়।
৭ অক্টোবর গাজায় ইসরাইলি গণহত্যা শুরুর পরদিন অর্থাৎ ৮ অক্টোবর থেকে ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানিয়েছে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে হিজবুল্লাহ। #
পার্সটুডে/এসএ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।