অক্টোবর হতে ইসরাইল পশ্চিম তীর থেকে ৯৬০০ ফিলিস্তিনিকে অপহরণ করেছে
https://parstoday.ir/bn/news/event-i139502
ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম বা আল-কুদস শহর থেকে গত নয় মাসে নয় হাজার ৬০০ ফিলিস্তিনিকে অপহরণ করেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ১১, ২০২৪ ১৩:১৯ Asia/Dhaka
  • ইসরাইলের একটি কারাগার
    ইসরাইলের একটি কারাগার

ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম বা আল-কুদস শহর থেকে গত নয় মাসে নয় হাজার ৬০০ ফিলিস্তিনিকে অপহরণ করেছে।

ফিলিস্তিনের বন্দী বিষয়ক কমিশন, ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব, আদামির প্রিজনার্স সাপোর্ট এবং হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন গতকাল (বুধবার) এ তথ্য জানিয়েছে। 

সংগঠনগুলো যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে, অপহৃত ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে ৩২৫ জন নারী, ৬৭০টি শিশু এবং ৮৮ জন সাংবাদিক রয়েছেন। এর পাশাপাশি অক্টোবর মাসের প্রথম দিক থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সাড়ে সাত হাজার কথিত প্রশাসনিক আটকাদেশ জারি করেছে ইহুদিবাদী ইসরাইল। বহু সংখ্যক নারী ও শিশুর বিরুদ্ধেও এই আটকাদেশ জারি করা হয়। 

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে সমস্ত অমানবিক নীতি চর্চা করে আসছে তার মধ্যে এই প্রশাসনিক আটকাদেশ অন্যতম। এই আটকাদেশের মাধ্যমে ইসরাইল ফিলিস্তিনিদেরকে অনির্দিষ্টকালের জন্য সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই কারাগারে আটক রাখতে পারে। এই সময় ফিলিস্তিনিরা কোনো আইনজীবী নিয়োগ দিতে পারেন না। 

গত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল যে অপহরণ ও ধরপাকড় অভিযান চালাচ্ছে তার পাশাপাশি সমান তালে চলছে কঠোর নির্যাতন ও হত্যার হুমকি। ইসরাইলি বাহিনীর হাতে অপহৃত বেশকিছু ফিলিস্তিনি শহীদও হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১১