প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন করা ইরানের ‘কৌশলগত ও স্থায়ী’ নীতি: কায়ানি
(last modified Fri, 12 Jul 2024 09:42:55 GMT )
জুলাই ১২, ২০২৪ ১৫:৪২ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি
    ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইরত মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন করা ইসলামি প্রজাতন্ত্র ইরানের ‘কৌশলগত ও স্থায়ী’ নীতি।

ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টগুলো পরিদর্শনে গিয়ে বৃহস্পতিবার একথা জানান। প্রতিরোধ ফ্রন্টের কমান্ডার ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে জেনারেল কায়ানি আরো বলেন, এই মুহূর্তে বিশেষ করে গাজা উপত্যকার অটল ও দৃঢ়পদ ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিরোধ ফ্রন্ট ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

কুদস ফোর্সের কমান্ডার বলেন, ইরানের এই ‘কৌশলগত ও স্থায়ী নীতির’ প্রতি এদেশের প্রশাসনের সকল স্তরের অকুণ্ঠ সমর্থন রয়েছে এবং এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই।

অন্যদিকে প্রতিরোধ ফ্রন্টের নেতা ও কমান্ডাররা তাদেরকে সমর্থন করে যাওয়ায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

জেনারেল কায়ানি সর্বশেষ গত মে মাসে তেহরানে প্রতিরোধ ফ্রন্টের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির শাহাদাতের ঘটনায় শোক জানাতে প্রতিরোধ ফ্রন্টের নেতারা তেহরান সফরে এসেছিলেন।

গাজা উপত্যকায় গত বছরের অক্টোবর থেকে হামাসের নেতৃত্বাধীন প্রতিরোধ আন্দোলনগুলো দখলদার ইসরাইলের বিরুদ্ধে অকুতোভয় লড়াই করে যাচ্ছে। আর গাজার যোদ্ধাদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরাইলের বিরুদ্ধে লড়ছে লেবানন, ইয়েমেন, ইরাক ও সিরিয়ার প্রতিরোধ সংগঠনগুলো। সবগুলো দেশে তৎপর প্রতিরোধ সংগঠনগুলোকে সম্মিলিতভাবে প্রতিরোধ ফ্রন্ট নামে অভিহিত করা হয়।#

পার্সটুডে/এমএমআই/এমএআর১২