নির্বাসনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার
(last modified Mon, 15 Jul 2024 12:01:51 GMT )
জুলাই ১৫, ২০২৪ ১৮:০১ Asia/Dhaka
  • নির্বাসনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

ভারতের অসমে চালু হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ 'র অধীনে নাগরিকত্ব পাওয়ার জন্য গত চার মাসে মাত্র ৮ জন আবেদন করেছেন।

আজ (সোমবার)  আক্ষেপের সুরে তথ্য জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা ২০১৫ সালের আগে ভারতে এসেছেন, নাগরিকত্ব আইনের শর্ত মেনে আবেদন না করলে তাঁদের বিরুদ্ধে সরকার মামলা করবে। আর যারা ২০১৫ সালের পরে এসেছেন তাদের নির্বাসিত করা হবে।

উল্লেখ্য,অসমে বিভিন্ন সময়ে হিন্দু বাঙালিদের একটা বড় অংশের অনুপ্রবেশের কথা বলা হয়ে থাকে। অভিযোগ করা হয়ে থাকে, বাংলাদেশ থেকে বাঙালি মুসলমানরাও অবৈধভাবে অনুপ্রবেশ করেছে অসমে এবং সেটি সেখানকার একটি বড় সমস্যা। তবে এ প্রশ্ন উঠছে, সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ -তে কেন এত কম সংখ্যক আবেদন পড়েছে?

এর জবাবে হিমন্ত জানান, অনেকেই নিজেদের নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত আছেন। প্রয়োজনে আদালতে তা প্রমাণ করবেন। মুখ্যমন্ত্রী বলেন, সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে '৫০ লক্ষ মানুষ নাগরিকত্ব পাবেন।

উল্লেখ্য,সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলনে ৫ জনের মৃত্যু হয়েছিল। পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্য এ আইনের বিরোধীতা করেছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫

ট্যাগ