ইয়েমেনের আল হুদাইদা বিমানবন্দরে আমেরিকা ও ব্রিটেনের বিমান হামলা
(last modified Thu, 18 Jul 2024 09:02:12 GMT )
জুলাই ১৮, ২০২৪ ১৫:০২ Asia/Dhaka
  • ইয়েমেনের আল হুদাইদা বিমানবন্দরে আমেরিকা ও ব্রিটেনের বিমান হামলা

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় 'আল-হুদাইদা' আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হুদাইদা শহরে অন্তত তিন দফা বোমাবর্ষণ করা হয়েছে। এর মধ্যে বিমানবন্দরও রয়েছে। ন্যায়ের পক্ষে অবস্থান নেয়ার কারণে ইয়েমেনের হুদাইদা শহরে এ পর্যন্ত বহুবার হামলা চালিয়েছে ইঙ্গ-মার্কিন শক্তি। আজকের হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।

ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের সমর্থনে গত কয়েক মাসে ইয়েমেনের সেনাবাহিনী লোহিত সাগর এবং বাব আল-মান্দাব প্রণালীতে ইসরাইল অভিমুখী জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যে বর্বর যুদ্ধাপরাধ ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইয়েমেন লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইলের জাহাজ লক্ষ্য করে প্রথমে হামলা শুরু করে। পরে ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকা ও ব্রিটেন বিমান হামলা চালালে হুথি আনসারুলাহ আন্দোলন ওই অঞ্চলে আমেরিকা ও ব্রিটেনের সমস্ত জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করে।

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ'র নেতৃত্বাধীন সরকার ও সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল ও তার মিত্রদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।#  

পার্সটুডে/এসএ/১৮                                          

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ