‘বাংলাই দেশের অস্তিত্ব রক্ষা করবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা'
https://parstoday.ir/bn/news/event-i139808-বাংলাই_দেশের_অস্তিত্ব_রক্ষা_করবে_দুর্নীতির_বিরুদ্ধে_লড়াইয়ের_ঘোষণা'
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায ধর্মতলায় ২১'এর মঞ্চ থেকে বলেছেন, দুর্নীতির কাছে কখনও মাথা নত করব না। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। মমতা বলেন, আমাদের শপথ নিতে হবে, দুর্নীতির সঙ্গে কোনও আপোষ নয়। যাঁরা নির্বাচিত হয়ে মানুষের সেবা করবেন না, তাঁদের  সঙ্গে কোনও সম্পর্ক রাখব না।’’
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২১, ২০২৪ ১৬:০০ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (ফাইল ফটো)
    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (ফাইল ফটো)

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায ধর্মতলায় ২১'এর মঞ্চ থেকে বলেছেন, দুর্নীতির কাছে কখনও মাথা নত করব না। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। মমতা বলেন, আমাদের শপথ নিতে হবে, দুর্নীতির সঙ্গে কোনও আপোষ নয়। যাঁরা নির্বাচিত হয়ে মানুষের সেবা করবেন না, তাঁদের  সঙ্গে কোনও সম্পর্ক রাখব না।’’

২১ জুলাই এর মঞ্চ, ধর্মতলা

লোকসভা ভোটে সাফল্যের পর আজ (রোববার) ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনের বিশাল জনসভা মঞ্চ থেকে এসব কথা বলেন মমতা বন্দোপাধ্যায়। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৯ টি আসন পেয়েছে। 

মুখ্যমন্ত্রী তৃণমূলের সকল বিধায়ক, কাউন্সিলর, সাংসদ, নেতানেত্রীর উদ্দেশে বলেন, দলের ভেতরে কেউ অন্যায় করলে তা সহ্য করা হবে না, কোনো ছাড় দেয়া হবে না। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, সেবার কোনো বিকল্প নেই। তাই  দলে বিত্তবান লোক চাই না। বিবেকবান লোক চাই। 

ধর্মতলার মহাসমাবেশ

কেন্দ্রীয় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে মমতা বলেছেন,‘নির্বাচনে একতরফা আচরণের পরেও লোকসভা নির্বাচনে, বিধানসভা উপনির্বাচনে মানুষ আমাদের পাশে থেকেছেন। এজেন্সির ধমকানির পরেও মানুষ আমাদের জিতিয়েছেন।’’

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব। বাংলাই দেশের অস্তিত্ব রক্ষা করবে।’’

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে মমতা বললেন

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে মমতা বলেছেন, ‘‘বাংলাদেশ নিয়ে কিছু বলব না ওটা আলাদা দেশ। যা বলার ভারত সরকার বলবে। আমি এটুকু বলতে পারি, যদি অসহায় মানুষ বাংলার দরজা ঠকঠক করে তবে আমরা নিশ্চয়ই আশ্রয় দেব।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১