পশ্চিম তীরে বিদেশি স্বেচ্ছাসেবকদের ওপর ইসরাইলি হামলা     `
(last modified Mon, 22 Jul 2024 04:46:21 GMT )
জুলাই ২২, ২০২৪ ১০:৪৬ Asia/Dhaka
  • পশ্চিম তীরে বিদেশি স্বেচ্ছাসেবকদের ওপর ইসরাইলি হামলা     `

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সাহায্যকারী বিদেশি স্বেচ্ছাসেবকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হামলা চালিয়েছে। এতে ফিলিস্তিনিসহ বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

ফিলিস্তিনের স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল (রোববার) পশ্চিম তীরের নাবলুস শহরের দক্ষিণে অবস্থিত কুসরা শহরে ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্টের ৮ সদস্যের ওপর দখলদার ইসরাইলি বসতি স্থাপনকারীরা হিংস্রভাবে আক্রমণ চালায়।  ইসরাইলিদের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি কৃষক আহত হয়েছেন। তাদেরকে নাবলুসের রাফিদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মূলত ফিলিস্তিনি ভূমিতে ইসরাইলি জবর দখল প্রতিরোধ করার জন্য কাজ করছে  ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্ট।

স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য হুমেল বলেন, কিছুক্ষণ আগে পুড়িয়ে দেয়া একটি জলপাই বাগান পরিস্কার করছিল ফিলিস্তিনি কৃষকরা। আমরা সেখানে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিলাম। তখনই নারী-পুরুষসহ বেশ কয়েকজন অবৈধ বসতিনি স্থাপনকারী ইসরাইলি আমাদের ওপর হামলা চালায়।

সংগঠনের অপর সদস্য ওদেহ বলেন, ঘটনাস্থলে ইসরাইলি সেনারা এসে আক্রমণ থামানোর পরিবর্তে শূন্যে গুলি ছুঁড়ে কৃষকদের ঐ স্থান ছেড়ে যাবার জন্য ভয় দেখায়।

উল্লেখ্য, গত শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে বলা হয়েছে ১৯৬৭ সালে  অধিকৃত ফিলিস্তিনী অঞ্চলে ইসরাইলের উপস্থিতি 'বেআইনি' এবং যতদ্রুত সম্ভব এ বিষয়টির সমাধান করতে হবে। তারপরই এ আক্রমণের ঘটনা ঘটল।

গত অক্টোবরে গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনী এবং বসতি স্থাপনকারীরা তাদের সহিংস আক্রমণ বাড়িয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, তাদের হামলায় এ পর্যন্ত অন্তত ৫৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছে।#

পার্সটুডে/জিএআর/২২

ট্যাগ