আমেরিকা এবং অন্যদের ব্যাপক সমর্থন সত্ত্বেও ইসরাইল প্রতিরোধকামীদের পরাজিত করতে পারেনি
https://parstoday.ir/bn/news/event-i139914-আমেরিকা_এবং_অন্যদের_ব্যাপক_সমর্থন_সত্ত্বেও_ইসরাইল_প্রতিরোধকামীদের_পরাজিত_করতে_পারেনি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মার্কিন সরকার এবং আরো বহু দেশের ব্যাপক সমর্থন পাওয়া সত্ত্বেও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধকামী সংগঠনগুলোকে ইহুদিবাদী ইসরাইল পরাজিত করতে ব্যর্থ হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৫, ২০২৪ ১০:৫৫ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মার্কিন সরকার এবং আরো বহু দেশের ব্যাপক সমর্থন পাওয়া সত্ত্বেও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধকামী সংগঠনগুলোকে ইহুদিবাদী ইসরাইল পরাজিত করতে ব্যর্থ হয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মার্কিন সরকার এবং আরো বহু দেশের ব্যাপক সমর্থন পাওয়া সত্ত্বেও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধকামী সংগঠনগুলোকে ইহুদিবাদী ইসরাইল পরাজিত করতে ব্যর্থ হয়েছে। 

তিনি বলেন, প্রতিরোধকামীদের শক্তি প্রতিদিন স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। গতকাল (বুধবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে সর্বোচ্চ নেতার অফিসিয়াল একাউন্টে হিব্রু ভাষায় দেয়া এক পোস্টে তিনি একথা বলেছেন। পোস্টটিতে কিছু হামলার ভিডিও যুক্ত করা হয়েছে।

সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকা বিপুল পরিমাণে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন নিয়ে হামাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইহুদিবাদী ইসরাইলের পেছনে দাঁড়িয়েছে কিন্তু তারা হামাসকে নতজানু করতে পারেনি।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত কমপক্ষে ৩৯ হাজার ৬৭০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু। তবে গাজা শাসনকারী হামাসকে তারা এ পর্যন্ত পরাজিত করতে পারেনি। বরং শুরু থেকেই সমান তালে ইসরাইলকে গাজার প্রতিরোধ যোদ্ধারা মোকাবেলা করে চলেছে।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।